Poly Fo Tics Poem by Ric Sourock

Poly Fo Tics

পলিফটিক'স
->ঋষি সৌরক


ঘুমের সাথে ফ্রি পাচ্ছেন স্বপ্ন

সেই ঘুম কিনতে গিয়ে দেখা গেলো
স্বপ্ন 'বিনিময়' হয়ে গেছে

মাথার পর মাথা
লাইন পড়েছে
ধর্মতলা থেকে শোভাবাজার -

ট্রাই অ্যাঙ্গেলের চকাচৌঁক শীর্ষ
থেকে নেমে আসছে একদল পুঁজিরাফ
টাক টুক স্বপ্ন তুলে এনে
তারা মজুত রাখছে ভবিষ্যতের নাগালে

ঘুম টা স্বভাবতই সকলকে এক করে দেয়
স্বপ্নই যা স্ট্যাটাস!

শতকরা আশি ভাগ ঘুম ওরা চেঁছে-পুঁছে নিলো

মধ্যবিত্ত-বুদ্ধিজীবি-মাওপুশি আর সুযোগসন্ধানী র দল
মওকা ছাড়লেন না...
ঠোকাঠুকি-গুঁতোগুঁতি
যার ভাগে যেটা পড়লো...

সাম্যবাদ মোটামোটি ঠাণ্ডা মাথার জিনিস
এমুলুকে আবহাওয়ার যা ড্রামাটিক চেঞ্জ
হে হে বাওয়া...জো র!

কেউ কেউ দোষারোপ জাগলিং করতে করতে বাড়ি ফিরে যাচ্ছে,
বাপকে দোষারোপ - তার বাপকে দোষারোপ-তার বাপ অ্যাণ্ড সো অন...
কয়েকজন আর কাউকে না পেয়ে রবি ঠাকুরকে খিস্তি দিয়ে দিলো

মনমেজাজ ভালো নেই,
তাই কেউ নিজেকে দোষ দিচ্ছে না
কেউ ভাবছে না খালি হাতে বাড়ি ফেরাটাও ফেরা;
মুখে মুখে একটাই বোল, 'যাহহ্‌ ক্যালা, ফস্কে গ্যালোওওও? '

নাটকের এই অঙ্কে ঈশ্বর মুতে দিলেন...
তাতে আর্সেনিক ছিলো,
আমার শহরে জল খুব প্রয়োজন

হাড়কাটার ডবকা পোয়াতিটা আর কোনোদিনো সাঁতার শিখতে যাবে না,
এই শহরের যাবতীয় ঘুম ওকে দেওয়া হোলো

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success