ধর্ষিতা মাতা প্রিয়াঙ্কা রেড্ডি স্মরণে (Rape In India) Poem by Arun Maji

ধর্ষিতা মাতা প্রিয়াঙ্কা রেড্ডি স্মরণে (Rape In India)

Rating: 5.0

আঁধার আঁধার ঢেকেছে আঁধার
ভারতমাতার বুকে।
মাতৃ যোনিতে উৎসব নেশা
জাতির কামুক চোখে।

মাতৃ যোনিতে জন্ম নিয়ে
মাতৃ যোনিতে ফুর্তি।
যোনি রক্তে রাজনীতির আলপনা
ধার্মিক দেশের ভক্তি।

রাজনীতি উদরে বন্দী সবই
বুদ্ধি বিবেক হৃদি।
ধর্ষণ খুন সবই সৎ পথ
ভোট আসে যদি।

অরুণ মাজী খিস্তি করলে
নেতার বাপের কি?
ভোট তো তার একখানা
মূর্খ দরিদ্র্য তাদের ঘি।

কারে গালি দেবো হে ধর্ষিতা মাতা
কারে গালি দেবো বাছা?
পন্ডিত মূর্খ চাটুকার সবাই
চাটছে রাজার পাছা।

ঘোমটা নীচে খ্যামটা নেচে
শ্লীল অশ্লীল গীতি।
মন্দির মসজিদে যোনির রক্ত
জাতির ধর্মভক্তি।

কেন জন্ম নিলে হে নারী
ভারতমাতার বুকে?
মুতে দিই জাতির ধার্মিকতায়
মুতে দিই নিজ মুখে।

© অরুণ মাজী

ধর্ষিতা মাতা প্রিয়াঙ্কা রেড্ডি স্মরণে (Rape In India)
Sunday, December 1, 2019
Topic(s) of this poem: rape,raping
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success