সাল সাবিল ৬ (Sal Saabil Bangla Poem ৬ @sakisabre) Poem by SAKISABRE Saki

সাল সাবিল ৬ (Sal Saabil Bangla Poem ৬ @sakisabre)

***ভাংগা দেয়াল***
একটা ভাংগা দেয়াল
যাতে থাকে সময়য়ের চিহ্ন
থাকে শান শউকত
ভাঙ্গা কবরের মত
মেরামত করা দরকার
নয় তো মিলিয়ে যাবে!

***মরন কামড়***
মরন কামড় বুঝি
এই লেগে যায়;
বাবা নাই
মা বুঝি এই যায় যায়;
মরন কামড় বুঝি
এই লেগে যায়;
বড় সব লাইনেতে
আমিও ত তাই;
মরন কামড় বুঝি
এই লেগে যায়;
প্রতিদিন সংবাদ
জানাযা আছে
এরপর না জানি কার সিরিয়াল
মরন যে ছাড়বেনা সকাল বিকাল!
মরন কামড় বুঝি এই লেগে যায়
ছোট ছিলাম যখন বুঝিনি যে হায়!

***যে পথ হয়েছে চলা***
মেঠো পথটা বেছে নিলাম,
দুপাশে ঘাস
প্রায়ই এটা উচু বা নিচু;
সিঁড়ি বেয়ে চলার মতো।
গজারির লাইন দুপাশেই;
নাগর দোলার মতো লাগছে।
টিলা তেমন আর চোখে পড়ে না;
তবে উচু নিচু ঠাওর করা যায়।
পাতা গুলু মচ মচ করে,
ছোট ডাল পালাও একই শব্দে ভাংগে।
দূরে তাকিয়ে দেখলাম;
রাস্তাটা সর্পিল ভঙ্গিতে চলে গেছে।
কি আশায় পথচলা;
হাঁটলাম অনেক বেলা;
এটাই কি ভালোবাসা?
ক্লান্তি নেই,
সময় নেই,
উপর আর নীচ।
নীচ আর উপর।
যদিও শ্বাস কামারের হাঁপর;
মূলা ঝুলানো নাকি নাকের উপর!

***যে বীজ যেমন ফসল দিবে***
অসততা বপন করলে অবিশ্বাস জন্ম নিবে
স্বার্থপরতা বপন করলে সঙ্গীহীনতা জন্ম নিবে
অহংকার বপন করলে ধ্বংস জন্ম নিবে
পরশ্রীকাতরতা বপন করলে সমস্যা জন্ম নিবে
অলসতা বপন করলে ফলবে স্থবিরতা
তিক্ততা বপন করলে ফলবে জনবিচ্ছিন্নতা
লোভ বপন করলে ফলবে ক্ষতি
পরচর্চা বপন করলে জন্ম নেবে শত্রু
দুঃশ্চিন্তা বপন করলে ফলবে কপালের ভাঁজ
আর পাপ বপন করলে ফলবে অপরাধ
কিন্তু সততা যন্ম দিবে বিশ্বাস
সদ্‌গুণ যন্ম দিবে বন্ধু
বিনয় যন্ম দিবে মহত্ত্ব
অধ্যবসায় যন্ম দিবে বিজয়
বিবেচনাবোধ যন্ম দিবে সম্প্রীতি
পরিশ্রম যন্ম দিবে সাফল্য
ক্ষমাশীলতা যন্ম দিবে মীমাংসা
স্পষ্টবাদীতা যন্ম দিবে অন্তরঙ্গতা
ধৈর্য বপন করেন ফলবে উন্নতি
আস্থা-বিশ্বাস বপন করেন সম্ভব হবে অলৌকিক কিছুর

(collected)


***রসালো খাবার***
ধানের মধ্যে চামারা
আর ইষ্টির মধ্যে মামারা
ফলে মজা জামরুল
হেঁটে যায় কাম্রুল
কাল জাম মিষ্টি
পড়বে যে বৃষ্টি
ফুলে সুবাস আতা
বৃষ্টিতে ছাতা
জামবুরা রসালো
দুধ কলা খেতে ভালো
আম পেট ভরে দিবে
কাঁঠালটা পরে দিবে
করমচার আচার কই
থালা ভরে আন দই!


***লিংক***
ভাবো এবার ভাবো
এটাই কি লিংক
সবাই ভেবে নিক
এটাই কি লিংক
ভাবো লিঙ্ক মগজে
ওই লোকটা ঠিক
পাবে না সে ধিক!


(Edited 10 MAY 2015)

Saturday, May 9, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success