সাল সাবিল ৮ (Sal Saabil Bangla Poem ৮ @sakisabre) Poem by SAKISABRE Saki

সাল সাবিল ৮ (Sal Saabil Bangla Poem ৮ @sakisabre)

*** আধ্যাত্মিক জ্ঞান ***

এক,
শরীর তোমার নয়
তরীটি তাহার
উ হাহ করে বলে ফেলো
এ দেহ আমার!
তুমি হলে আত্মা
দেহ দিল জুড়ে;
চিমটি কাটলে কেন বোলো উরে্
তবে আমি বানাইনি
কে বানালো মোরে?

দুই,
আধ্যাত্মিকতা বলে
শরীরের ১৩ মুখ;
জিকির জারি হলে
পাবে চির সুখ!
ক্বাল্ব হল আয়না,
ডান স্তনের নীচে;
মন দেল ভাল থাকলে
হতাশা কিসে?
রূহ হল তোমার
বাম স্তনের নীচে
খুলুছিয়াত অর্জন নয় ওরে মিছে!
ছির হলে সেই লতিফা
বুকের কড়ায়;
সফেদ সাদা
পরহেজগার হয় কি কথায়?
খফি হল সেই লতিফা
সেজদার স্থল;
তাকওয়া অর্জন হবে
শক্ত জিকির জারি কর!
আখফা এমন এক্টা মুখ
মাথার তালুতে তাহা করতো দুগ দুগ!
এর স্বভাব অকৃতজ্ঞতা
যিকির জারি হলে
তুমি এক বিশাল শোকর গুজারি হবে!
নফস হল সেই শক্তি
নাকে ঝুলায় মূলা;
কঠোর স্বৈরাচারী
শয়তানের ঘাঁটি;
জিকির জারি হলে
আল্লার মেনে মাটি!


saki sabre

*** কবিতা নিবে? কবিতা? ***

কবিতা নিবে?
কবিতা?
লাল কবিতা
নীল কবিতা
হলুদ কবিতা
সাদা কবিতা
কবিতা নিবে?
কবিতা?
কিছু লেখা
সরল
কিছু লেখা
গরল
আর কিছু
পেঁচানো!
আর কিছু
রসাল!
কবিতা নিবে?
কবিতা?

saki sabre


*** টুপ টাপ ঝুপ ঝাপ ***

টুপ টাপ
ঝুপ ঝাপ
টুপ টাপ
ঝুপ ঝাপ
বৃষ্টি পড়ে
পাতা নড়ে
কাল অই পাহাড়ে মেঘের ছোঁয়া
ঝরনা এল ওই সাথে নিয়ে ধোঁয়া!

টুপ টাপ
ঝুপ ঝাপ
টুপ টাপ
ঝুপ ঝাপ
বৃষ্টি পড়ে
পাতা নড়ে
পাহাড়ের রাস্তা গুলু কিলবিল সরু
গাড়ী ঘোড়া মনে হয় খেলনা গরু
মানুষ গুলু পিঁপড়ে
উঁচু আর খাড়া পথ
পাহাড়টা মারাত্ণা!

টুপ টাপ
ঝুপ ঝাপ
টুপ টাপ
ঝুপ ঝাপ
বৃষ্টি পড়ে
পাতা নড়ে
কাল অই পাহাড়ে মেঘের ছোঁয়া
ঝরনা এল ওই সাথে নিয়ে ধোঁয়া
ধোয়াটে হাল্কা মেঘ
হাল্কা পাতলা চেক
মেঘের পতাকা ওড়ে
গর গর শব্দে ঘোরে!

টুপ টাপ
ঝুপ ঝাপ
টুপ টাপ
ঝুপ ঝাপ
বৃষ্টি পড়ে
পাতা নড়ে
আকশটা আপন
বাতাসটা ভীষণ
আট নয়টা পাখী
পাইন দালে থাকি
বিদায় বিদায়
আজ তবে যাই
কবিতা কি
লিখার ভেল্কী!

saki sabre

(Edited 10 MAY 2010)

Saturday, May 9, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success