শরিয়ত, তরিকত, মা'রেফাত ও হাকিকত কি? (Shoriyot, Torikot, Ma'rifat O Hakikot Ki?)) Poem by Rhymer Rhymer

শরিয়ত, তরিকত, মা'রেফাত ও হাকিকত কি? (Shoriyot, Torikot, Ma'rifat O Hakikot Ki?))

শরিয়ত হল আইনকানুন
তরিকত হল তদনুযায়ী আমল
মারেফাত হল দিলের হাল
আর হাকিকত হল গুপ্তভেদ
ছুরত ও হাকিকতের সমষ্টির নাম শরিয়ত
জাহেরি দিক টার নাম ছুরতে শরীয়ত
আর বাতেনি দিক তার নাম হাকিকতে শরিয়ত
চর্ম ও মজ্জা উভয়ে শরীয়তের অংশ
জাহেরি আলেম চর্ম বা জাহের নিয়ে তুষ্ট
কিন্তু প্রকৃত আলেম চর্মের সঙ্গে মজ্জার সংযোগ বুঝে থাকে
সুতরাং ছুরত ও হাকিকত যোগে গঠিত দ্বীন ই শরিয়ত
বাতেন ছাড়া জাহের অপূর্ণ
তরিকত সুন্নত মতে চলার নাম
ছিরতে ছুরতে খাল্কানে খুলকানে
সকল কাজে আল্লাহ রসুল সঃ তরিকতের আদর্শ
তরিকতের বাইরে যারা তাদের কথা বার্তা পয়গম্বরের ন্যায়
কিন্তু কারযকলাপ ফেরাউনের ন্যায়
আর দিল সমুহ নেকড়ে বাঘের ন্যায়
এমন কিছু দাজ্জাল আলেম রুপে ঘুরছে
আর এমন সব কথা বলবে যা পূর্বসূরিরা কক্ষনো কল্পনাও করে নাই
শরিয়ত আর সুন্নতের বরখেলাপকারীরা ভণ্ড দাগাবাজ আর শয়তানের চেলা
কাজেই শরিয়ত, তরিকত, মা'রেফাত আর হাকিকত একটি মুল দ্বীনের চারটি অবস্থা মাত্র

Sunday, April 1, 2018
Topic(s) of this poem: knowledge
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success