শুধু তোমার চিমটির জন্য (Shudhu Tomar Chimtir Jonyo) Poem by Arun Maji

শুধু তোমার চিমটির জন্য (Shudhu Tomar Chimtir Jonyo)

Rating: 5.0

খুন করে ফেলবো।
কেউ আমাকে চিমটি কাটলে
আমি তাকে খুন করে ফেলবো।

কিন্তু সে চিমটি যদি
তোমার হয়?
তোমার লাল লাল নখের
ভেজা ভেজা চিমটি হয়?
তোমার তৃষ্ণার্ত নখের
ক্ষুধার্ত শুখনো চিমটি হয়?
তোমার তীক্ষ্ণ নখের
ব্যথিত বেদনার্ত চিমটি হয়?
তাহলে সে চিমটি আমি,
আরও বেশি বেশি চাইবো।

মাইরি বলছি-
কেউ আমাকে চিমটি কাটলে
আমি তাকে খুন করে ফেলবো।

কিন্ত সে চিমটি যদি
তোমার ভালোবাসার চিমটি হয়?
তোমার খসখসে নখের
হড়হড়ে চিমটি হয়?
তোমার আঁকাবাঁকা নখের
কাঁপা কাঁপা চিমটি হয়?
তোমার রাগী রাগী নখের
আদুরে আদুরে চিমটি হয়?
তাহলে সে চিমটির জন্য
আমি স্বর্গ প্রত্যাখ্যান করবো।

তুমিই বলো-
চিমটি কাটলে কি লাগে না?
কিন্তু সে চিমটি যদি
তোমার হয়?
তোমার বুকের স্পর্শ মাখা
তোমার নখের হয়?
তোমার ঠোঁটের মধুতে সিক্ত
তোমার নখের হয়?
তোমার সুদৃশ্য দাঁতে কাটা
তোমার নখের হয়?
তাহলে সে চিমটির জন্য,
তোমার বাড়ির বাইরে আমি,
আজীবন- অনশন করবো।

শুধু তোমার চিমটির জন্য গো
শুধু তোমার চিমটির জন্য।

© অরুণ মাজী

শুধু তোমার চিমটির জন্য (Shudhu Tomar Chimtir Jonyo)
Tuesday, August 29, 2017
Topic(s) of this poem: bangla,desire,love,passion
COMMENTS OF THE POEM
Pintu 04 December 2017

Khub bhalo laglo

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success