ভারতীয় উপমহাদেশ নরকগ্রস্ত কেন? (Slavery In Indian Subcontinent) Poem by Arun Maji

ভারতীয় উপমহাদেশ নরকগ্রস্ত কেন? (Slavery In Indian Subcontinent)

Rating: 5.0

"মানুষ" নিজে নিজে ভাবতে পারে। কিন্তু কোন
"ক্রীতদাস" পারে না। ক্রীতদাসের মস্তিস্ক তার
প্রভু বা রাজমুত্রের দুর্গন্ধে চির সংজ্ঞাহীন থাকে।

ভারতীয় উপমহাদেশে প্রতিভা বা শিক্ষার কোন
অভাব নেই। তবুও ভারতীয় উপমহাদেশের
দেশগুলো, মাথা তুলে এখনো দাঁড়াতে পারে নি
কেন? তার কারন- এরা শিক্ষাযুক্ত হলেও
মস্তিস্কহীন মেরুদন্ডহীন। চাটাকে এরা জীবনের
গন্তব্য ভাবে। হার্ভাড বা স্ট্যানফোর্ডে শিক্ষা পেলেও
রক্ত থেকে এদের চাটার প্রবৃত্তি কখনো যায় না।

মন্ত্রী বা কোন ধর্মগুরুকে দেখলে জনগণ তাদের
পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে চাটতে থাকে।
ইউরোপ অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে, দেশের প্রধানমন্ত্রী
নিজের ব্যক্তিগত গাড়ি নিজে পরিষ্কার করে। কিন্তু
ভারতীয় উপমহাদেশ? কি ঘৃণ্য জীবন জনগণের!
শিক্ষিত মূর্খ সবাই-ই কুকুরের মতো চাটতে থাকে।

তোমরা যতই আড়ে লাফাও, বা যতই তোমরা
অর্থনৈতিক সাফল্য পাও, আমি তোমাদেরকে
গ্যারান্টি দিলাম- ভারতীয় উপমহাদশের জনগণ
যতদিন পর্য্যন্ত না তাদের চাকর প্রবৃত্তি পরিত্যাগ
করছে, ততদিন এই দেশগুলো ঘৃণ্য ম্লেচ্ছের
জীবন যাপন করবে। ধিক তোমাদেরকে। ধিক।

© অরুণ মাজী

ভারতীয় উপমহাদেশ নরকগ্রস্ত কেন? (Slavery In Indian Subcontinent)
Saturday, February 2, 2019
Topic(s) of this poem: slave,slavery
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success