সবুজ নারীর খোঁজে (Sobuj Narir Khonje) Poem by Arun Maji

সবুজ নারীর খোঁজে (Sobuj Narir Khonje)

Rating: 5.0

কাক ভোরে
কোন এক ধৈয্যচ্যূত নারীর হাত ধরে
কখনো পালাতে ইচ্ছে যে করে না তা নয়;
কিন্তু সে সন্ধিক্ষণ আর আসে না।

পাহাড়ে চড়ে
দুরন্ত কোন ঝর্ণার স্রোতে
কখনো ঝাঁপাতে ইচ্ছে যে করে না তা নয়;
কিন্তু সাহস কখনো হয় না।

হবে কি করে?
বলি, সাহসটা হবে কি করে?
চল্লিশটা বসন্ত ​বিয়াল্লিশ বার ​
বাঁদরের মতো ভেংচি কেটে গেলো;
অথচ, বুকে সাহস জন্মনোর মতো
সুঘটন কিছু ঘটলো না!

কখনো কোন নারী
তার খোলা বুকে, হাতদুটো নিয়ে বলে নি-
​"​খুঁড়ে দেখো,
এখানে জ্যোৎস্না আছে, ঝিনুক ​আছে। ​​
এখানে ​নিষিদ্ধ ​স্বপ্নের
সুপ্ত এক আগ্নেয়গিরি আছে। "​

পূর্ণিমা রাতে
সবুজ কোন নারী
তার ​প্লাবিত উপত্যকা​র শস্যক্ষেত
বাজি রেখে আমায় বলে নি-
"এনে দাও, এনে দাও আমাকে;
​অনাবিষ্কৃত ​দুর্গম স্থানে
দুষ্প্রাপ্য যত শ্বেতপদ্ম আছে।"

​যতোই ​চরিত্রহীন লম্পট বলো আমাকে,
নারী​ নিতম্বের গিরিখাত বিনা
মৃত্যুর অন্য কারনকে
আমি ​কখনো ​সার্থক মৃত্যু বলি না।

​কেবল ​বিশেষ ​সেই নারীর জন্য
​সুউচ্চ শিখর চড়ে,
​মৃত্যুর কোলে ঝাঁপাতে প্রস্তুত ​আমি। ​​​
এই হতভাগ্যের কি ফাটা কপাল​! ​​
চল্লিশটা বসন্ত বিয়াল্লিশ বার ভেংচি কেটে গেলেও,
​সবুজ সেইনারীকে
এখনো ​খুঁজে পেলাম না​! ​

© অরুণ মাজী
Painting: Thomas Kent Pelham

সবুজ নারীর খোঁজে (Sobuj Narir Khonje)
Monday, March 5, 2018
Topic(s) of this poem: bangla,bangladesh,desire,love,passion,romance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success