সখী গো একটু ঢেউ খেলিয়ে দাও (Sokhi Go Ektu Dheu Kheliye Dao) Poem by Arun Maji

সখী গো একটু ঢেউ খেলিয়ে দাও (Sokhi Go Ektu Dheu Kheliye Dao)

Rating: 5.0

ছুঁতে যদি এতোই বাধা
বুকে তবে ঢেউ খেলিয়ে দাও।
আঁচলটা তোমার উড়িয়ে দিয়ে
বুকে তোমার ঢেউ খেলিয়ে দাও।

কাছে বসতে যদি এতোই বাধা
ঠোঁটে তবে ঢেউ খেলিয়ে দাও।
আড়চোখে দৃষ্টি হেনে
রাঙা ঠোঁটে ঢেউ খেলিয়ে দাও।

ভালোবাসতে যদি এতোই বাধা
নিতম্বে তবে ঢেউ খেলিয়ে দাও।
এঁকে বেঁকে হেঁটে হেঁটে
নিতম্বে তোমার ঢেউ খেলিয়ে দাও।

সখী
তরঙ্গে তরঙ্গে জ্বলে মরি
চোখে আমার স্বপ্ন এঁকে দাও
বুকে মৃত্যু এঁকে দাও।

সখী গো
একটু ঢেউ খেলিয়ে দাও।
তোমার তরঙ্গে তড়পে মরি
একটু ঢেউ খেলিয়ে দাও।

© অরুণ মাজী

সখী গো  একটু ঢেউ খেলিয়ে দাও (Sokhi Go Ektu Dheu Kheliye Dao)
Monday, September 11, 2017
Topic(s) of this poem: bangla,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success