সকলেরই গল্প আছে (Sokoler-I Golpo Achhe) Poem by Arun Maji

সকলেরই গল্প আছে (Sokoler-I Golpo Achhe)

Rating: 5.0

সকলেরই গল্প আছে।
বেঁজি বিড়াল ব্যাঙাচি- সকলেরই গল্প আছে।

ছারপোকারও গল্প আছে।
সে বলে- ব্রহ্মান্ড সৃষ্টির মুহূর্তে
কেউই ছিলো না, কিছুই ছিলো না;
শুধু একটা ছারপোকা ছিলো।
তারপর তার সঙ্গে
রোমানিয়ার এক কমিউনিষ্ট ছারপোকার
ইয়ে, মানে বিয়ে হয়ে গেলো।
চীন রাশিয়া কিউবা আর বঙ্গদেশে
তারা হনিমুন করতে গিয়ে
কি যেন কি সব আবোল তাবোল করলো।
আর তাতেই তারা, এত্তো এত্তো বাচ্চার জন্ম দিলো।

এখন প্রশ্ন হলো, ছাড়পোকা ছাড়া
তখন কেউই যদি ছিলো না;
তবে সেই কমিউনিষ্ট স্ত্রী ছাড়পোকাটা
কোথা থেকে এলো?

সকলেরই গল্প আছে।
চালুনি চিচিঙ্গা চৌবাচ্চা- সকলেরই গল্প আছে।

বটু মাতালেরও গল্প আছে।
সে বলে- ব্রহ্মান্ড সৃষ্টির মুহূর্তে
কেউই ছিলো না, কিছুই ছিলো না;
শুধু একটা পাঁড় মাতাল ছিলো।
স্বপ্নে,
তার সঙ্গে উড়ন্ত এক ঊর্বশীর
কি যেন কি সব ফষ্টিনষ্টি হলো।
আর তাতেই নাকি
স্বর্গ মর্ত্য পাতাল
উন্মাদ সব, পাঁড় মাতালে ভরে গেলো।

এখন প্রশ্ন হলো, মাতাল ছাড়া
তখন কেউই যদি ছিলো না
তবে সেই উড়ন্ত ঊর্বশীটা কোথা থেকে এলো?

সকলেরই গল্প আছে।
তেলাপিয়া তেলেপোকা টিনটিন- সকলেরই গল্প আছে।

করুণাময় ঈশ্বরেরও গল্প আছে।
তিনি বলেন- ব্রহ্মান্ড সৃষ্টির মুহূর্তে
কেউই ছিলো না, কিছুই ছিলো না
শুধু মাত্র একজন ঈশ্বর ছিলেন।
ছেনে ছেনে
তিনি তার আপন অঙ্গ হতে
মানুষ খরগোশ আর খচ্চরের জন্ম দিলেন।

এখন প্রশ্ন হলো, ঈশ্বর ছাড়া
তখন কিছুই যদি ছিলো না
তবে ঈশ্বরের হাতুড়ি আর ছেনিটা কোথা থেকে এলো?

সকলেরই গল্প আছে।
কবিতা, কেন্নো, কাঁচকলা- সকলেরই গল্প আছে।

আমারও গল্প আছে।
আমি বলি- ব্রহ্মান্ড সৃষ্টির মুহূর্তে
কেউই ছিলো না, কিছুই ছিলো না;
শুধু এক উন্মত্ত মাতাল কবি ছিলো।
তারপর, তার সঙ্গে
পাশের গ্রামের পেন্তীর
কি যেন কি সব লটর পটর হলো।
তারপর তারা, কোথায়
কি যেন কি সব, 'উল্টা পাল্টা' করলো।
তারপর সারা পৃথিবীটাই
কেমন যেন 'উল্টা পাল্টা' হয়ে গেলো।

এখন প্রশ্ন হলো, কবি ছাড়া
তখন কেউই যদি ছিলো না
তবে পেন্তী নামের সেই ছুঁড়ীটি, কোথা থেকে এলো?

সকলেরই গল্প আছে
আগডুম বাগডুম, অনেক অনেক গল্প আছে।
কিন্তু তাদের উপর, প্রশ্নও আছে;
চোখা চোখা, অনেক অনেক প্রশ্ন আছে।

© অরুণ মাজী

সকলেরই গল্প আছে (Sokoler-I Golpo Achhe)
Wednesday, May 31, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success