ছন্দে সুর আর সুরে ছন্দ/ Sonde Shur Shure Sondo Poem by Rhymer Rhymer

ছন্দে সুর আর সুরে ছন্দ/ Sonde Shur Shure Sondo

প্রত্যেকের নিজ নিজ ধর্ম আছে
পানি তার ধরমে চলে
আগুন পানি মাটি বাতাস
নিজ নিজ ধর্ম মেনে চলে
মানুষের আছে সৃষ্টি ক্ষমতা
তাই সে মান্তেও পারে
আবার নাও পারে কারণ সে কর্মে স্বাধীন।

মানুষের অণু পরমাণুতে নিজের অজান্তে জিকির হচ্ছে
আল্লাহ্ র হুকুমের তামিল হচ্ছে
আমি কি জানি না জিজ্ঞেস করেছিঃ
হে হৃদয় তোমার পেল্পিট কি বলছে
হে ফুসফুস তুমি কি বলছও
হে পরিপাকতন্ত্র তোমার ফিসফিস কিসের গুনগুন
হে রক্ত তোমার কণিকা গুলু কি জিকিরে পথ চলে
আমার অজান্তে আমার ভিতর অনেক কিছু হচ্ছে
শরীর জিকির করছে।।

আমার বড় অহংকার আমার বিদ্যা
এই বিদ্যা আমাকে বলেছে যা দেখবিনে তা বিশ্বাস করবিনে
আমার উপর ই তো আমার এক আনাও নিয়ন্ত্রন নেই
আমি আবার অনেক কিছু বুঝি না বা দেখি না
আমার ভিতরের সিস্টেমগুলি কি ভাবে জীবন্ত আছে
তা কিন্তু জিকিরে
জিকিরকারি জীবিত যে জিকির করে না ষে মৃত
যে কোষ গুলু মরে যায় তারা যে কারনেই হোক জিকির ছেড়ে দেয়! !

কোরআন বলছে সৃষ্টির সব জিকির করে
এমনকি তোমার শরীরের সকল তন্ত্রসুদ্ধ
আমি কি সকল ফ্রিকয়েন্সি শব্দ শুনতে পাই
তাহলে সব জিকীরও শুনতে পেতাম
কিছু ফ্রিকয়েন্সি মানুষের কান এড়িয়ে চলে
না হলে মানুষ পাগল হয়ে যেতো!

একটা পিঁপড়া যতো ছোট জিনিস দেখে
আমি আবার তাও দেখিনা
আমি কত দুরবল আর অক্ষম
আবার আমি যা পারি অনেক প্রাণী তা পারে না...

নীল আকশ নীল নয়
সাদা পানি আদতে সাদা নয়
আমাদের কত ভ্রম আছে
তাহলে দৃষ্টিগরাহ্য না হলে বা শ্রুতিগরাহ্য না হলেই
কোন জিনিসের অস্তিত্ব আছে কি নাই তা প্রমাণ হয় না
তাই বস্তুবাদী চিন্তা অসাড়
দেখার আড়ালে আছে দেখার বস্তু
শোনার আড়ালে আছে শব্দ! !

Friday, November 16, 2018
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success