তবুও বিশ্বাসীর হতাশার কিছু নাই/ Still No Frustration For A Believer Poem by Rhymer Rhymer

তবুও বিশ্বাসীর হতাশার কিছু নাই/ Still No Frustration For A Believer

** প্রতিটি যুগের চেয়ে তার পরের যুগ আরও খারাপ হবে
যুবায়র ইব্‌নু আদী (রহঃ) থেকে বর্ণিতঃ
আমরা আনাস্‌ ইব্‌নু মালিক (রাঃ)-এর নিকট গেলাম
হাজ্জাজের নিকট থেকে মানুষ যে জ্বালাতন ভোগ করছে
সে সম্পর্কে অভিযোগ পেশ করলাম
তিনি বললেন, ধৈর্য ধর।
কেননা, মহান প্রতিপালকের সাথে মিলিত হবার পূর্ব পর্যন্ত
(অর্থাৎ মৃত্যুর পূর্বে)
তোমাদের উপর এমন কোন যুগ অতীত হবে না,
যার পরের যুগ তার চেয়েও বেশী খারাপ নয়।
এ কথাটি আমি তোমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে শুনেছি**

** আমি কি শিখলাম
নবী সঃ যা সত্য তাই বলতেন
কাওকে হতাস করার জন্য নয়
আর যুগ উপযুগি লোক ই সবাই
আমার কাজ আমাকে চালিয়ে যেতে হবে
বসার অবকাশ নেই**


(আধুনিক প্রকাশনী- ৬৫৭৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৮৮)
Intl No 7068
বর্ণনা করেছেন:
مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ قَالَ أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنْ الْحَجَّاجِ فَقَالَ اصْبِرُوا فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلاَّ الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم.‏

Sunday, May 20, 2018
Topic(s) of this poem: thoughts
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success