Today Humanity In Exile (মানবিকতা আজ নির্বাসনে) Poem by Niaz Uddin Sumon

Today Humanity In Exile (মানবিকতা আজ নির্বাসনে)

Rating: 4.5

হায়েনার ছোবলে বিবেক কাঁদে
আজ নিশ্চুপ নিরালায়,
পাশবিক নির্যাতনে উল্লাসিত হয়
মানুষরূপী কিছু অমানুষের দল।

অসহায় শিশুর কান্না, বাচাঁর আকুতি
কিছুই পৌঁছায় না নরপশুদের কানে
মানবিকতা আজ চলে গেছে নির্বাসনে
তাই কেউ আজ এগিয়ে আসে না
আশার প্রদীপ হয়ে।

নোটন, রাজন ঝরে যায় অকালে
নির্মম, নিষ্ঠুর অমানবিক বর্ববতায়।




□ 25 july 2015
উৎসর্গ- রাজন, নোটন

Today Humanity In Exile (মানবিকতা আজ নির্বাসনে)
Saturday, August 13, 2016
Topic(s) of this poem: justice
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Niaz Uddin Sumon

Niaz Uddin Sumon

Chittagong
Close
Error Success