তোমাকে ভুলে ভূত হয়ে গেছি (Tomake Bhule Bhut Hoye Gechhi) Poem by Arun Maji

তোমাকে ভুলে ভূত হয়ে গেছি (Tomake Bhule Bhut Hoye Gechhi)

Rating: 5.0

ভুলে গেছি গো
তোমাকে ভুলে ভূত হয়ে গেছি।

যেটুকু মনে পড়ে তোমাকে
তাকে মনে রাখা বলে না।
কেবল স্বপ্নেই যাকে মনে পড়ে
তাকে মনে রাখা বলে না।

স্বপ্ন কি আর আমি
সবসময় দেখি?
কেবল মাঝে মাঝে দেখি;
যেদিন-
তোমার মুখটা একটু মনে পড়ে
হাসিটা একটু ঝরে পড়ে
নূপুরটা একটু বেজে উঠে।

সে সবও কি আর, সবসময় ঘটে?
কেবল মাঝে মাঝে, ক্ষণে ক্ষণে ঘটে।
বাতাসে, পাতাগুলো যখন নড়ে উঠে
মাঝে মাঝে, পাখিগুলো যখন গেয়ে উঠে
থেকে থেকে, বুকটা যখন বেজে উঠে।

কেবল মাঝে মাঝে যা ঘটে
তাকে 'ঘটা' কিছু বলে না।
কেবল ঘন্টায় ঘন্টায়, মুহূর্তে মুহূর্তে যা ঘটে
তাকে 'ঘটা' কিছু বলে না।

তোমাকে কবেই ভুলে গেছি
ভুলে, এক্কেবারে ভূত হয়ে গেছি!

যেটুকু মনে পড়ে তোমাকে
তাকে মনে রাখা বলে না।
যেটুকু বুকে বাজে, তোমাকে না পেয়ে;
তাকে 'বুকে বাজা' বলে না।
চিনচিনে যে ব্যথা, মুহূর্তে মুহূর্তে বেজে উঠে;
তাকে 'বুকে ব্যথা' বলে না।
যেটুকু ভালো বেসেছি তোমাকে
তাকে ভালোবাসা বলে না।

ভুলে গেছি গো
তোমাকে ভুলে ভূত হয়ে গেছি।

© অরুণ মাজী
Painting: Thomas Kent Pelham

তোমাকে ভুলে ভূত হয়ে গেছি (Tomake Bhule Bhut Hoye Gechhi)
Saturday, May 20, 2017
Topic(s) of this poem: bangla,forget,hurt,love,pain,passion,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success