সে যে তোমার আমার প্রেম/ Tomar Amar Prem Poem by Rhymer Rhymer

সে যে তোমার আমার প্রেম/ Tomar Amar Prem

প্রেমও্ স্মরণ
স্মরণ জিকির
প্রেম না থাকলে স্মরণ নয়
এ যে সেচ্ছারোপিত বাধ্যবাধকতা
তাই নামাজের চেয়েও আফজাল
প্রতি পলে তোমার আকাংখা
তুমি আমার হলে আমিও তোমার
তবেই তুমি আমার হিফাজতকারি

সব কাজের ফাঁকে মনে মনে তোমার বসবাস
তোমার আমার প্রেম
গোলাপি খামের মাঝে
নৌকা পানিতে চলে
দুনিয়ার অথই সাগরে
নৌকা তে পানি চলে না
আসুক যতই ঝর তুফান
প্রেমের সাগরে আমি আগুয়ান
তুমি মুচকি হেসে প্রেম করো বেগবান
যে পাখি ডিমে তা দেয়
তার চোখ কান খোলা
অন্তর ডিমে মন কি ভোলা

শব্দ ধ্বনিগত উচ্চতায়
প্রচণ্ড শক্তিরূপ তায়
সেতারের ঝংকারে যদি
কাচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়
শব্দের শক্তি ধায়
বিগ বেং জানো
বিশ্ব সৃষ্টির মহিমা মানো
সশব্দে জিকির জলি
মনে মনে কফি বলি
চিন্তার একাগ্রতা আর ধ্বনির রহস্যময়তা
চিন্তার একাগ্রতার কথা অন্ততরালে নেয় রুপ
বাক্য শব্দ উধাও হলে জামাল দর্শন
জামাল দর্শন হল মোরাকাবা
তুমি আমি অন্তরে বাহিরে এক
হায়! নামাজি!
"আমি এক সামান্য পুরুষের প্রেমে
সম্বিত হারিয়ে পাগলের মতো
দেখতে না পেয়ে আপনার উপরে এসে গেছি
কিন্তু আপনি কি নামাজ পড়েন গো
তাঁকে না দেখে আমাকে দেখলেন"

সাধনায় অর্জন হবে
সাধকের রুপ দরশন শেষ ভবে
সে রুপ নিজের অঙ্গে
নিজেকে ভুলিয়ে দেয়
আমি নিখোঁজ
সম্পূর্ণ আত্মবিসৃত আমি মাজযুব
সত্যিকার সালেক আল্লাহ থেকে পৃথক হয়
শুধু সিজদায় গিয়ে নয় তো সমর্পণ কিভাবে
সালাতে জিকির এভাবে

Sunday, November 18, 2018
Topic(s) of this poem: meditation,study
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success