তোমার কিছু একটা দিও (Tomar Kichhu Ekta Dio) Poem by Arun Maji

তোমার কিছু একটা দিও (Tomar Kichhu Ekta Dio)

Rating: 5.0

দিও না, কিছুই দিও না তুমি
শুধু একটু অবহেলা দিও ।
ভ্রু কুঁচকে বিরক্তি একটু দিও
মুখ বেঁকিয়ে অবজ্ঞা একটু দিও।

কিছুই, কিছুই দিও না তুমি
শুধু একটু ঘৃণা দিও।
তোমার নরম নরম বুকের
স্পর্ধা ভরা ঘৃণা একটু দিও।
তোমার লাল লাল ঠোঁটের
নির্লিপ্ত ঘৃণা একটু দিও।

দিও না, কিছুই দিও না তুমি
শুধু একটু বিস্মৃতি দিও।
তোমার ক্ষণিক ক্ষণিক স্মৃতির
দীর্ঘ একটু বিস্মৃতি দিও।

সুখী হও।
বুকে আমার ঘৃণা হেনে
তুমি ভীষণ সুখী হও।

তুমি সুখী হলে
তখন একটু ভালোবাসা দিও।
মিষ্টি মিষ্টি ভালোবাসা না হলেও
একটু তেতো তেতো ভালোবাসা দিও।
তেতো তেতো ভালোবাসা না হলেও
একটু টক ঝাল ভালোবাসা দিও।
চেরি ঠোঁটে ভালো না বাসলেও
ঠোঁটে তেঁতুল লঙ্কা মেখে
একটু টক ঝাল ভালোবাসা দিও।

কিন্তু দিও।
তোমার কিছু একটা দিও।
ঘৃণা হলে বিষ দিও।
মান হলে কানমুলা দিও।
একটু আধটু প্রেম হলে ছোঁয়া দিও।
ডাগর ডাগর প্রেম হলে
তোমার চেরি ঠোঁটের মধু দিও।

কিন্তু দিও।
তোমার নরম নরম বুকের
গন্ধমাখা, কিছু একটা দিও।

© অরুণ মাজী
Painting: Eduard Friedrich Leybold

তোমার কিছু একটা দিও (Tomar Kichhu Ekta Dio)
Friday, May 26, 2017
Topic(s) of this poem: bangla,love,passion,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success