Use And Throw Poem by Madhabi Banerjee

Use And Throw

Use and throw
এ সময়টা হ'ল use and throw -এর সময়
ব্যবহার কর -ফেলে দাও।
এমন এক সময় ছিল যখন কোনো কিছু প্রথম ব্যবহার করলে
সেটাকে পরিবর্তন করার কথা ভাবাই যেত না
বড় পয়মন্ত যে ওটা-স্মৃতি হিসাবে রেখে দেওয়া হতো
ক্লাস ফাইভের পেন কলেজ পর্যন্ত্য চলত।
এ প্রজন্ম ব্যবহার করে ফেলে দেয়
স্মৃতি রাখার কোনো বালাই তাদের নেই
পুরোনোকে জঞ্জাল ভাবে
পৈতৃক ভিটে পুর্বপুরুষের স্মৃতি, পরম্পরা
এসকল ভাবের গভীরতার ধার ধারে না তারা।
পিতৃ পিতামহের বাড়ি ভেঙ্গে ফ্ল্যাট বাড়ি তৈরী করে
যা কেবল এক প্রজন্মের জন্যই।
Use and throw -এর অভ্যাসটা মজ্জায় ঢুকে গেছে
নিজে প্রতিষ্ঠিত হলে মা-বাবারও প্রয়োজন ফুরিয়ে যায়
তাদের বৃদ্ধাবাসে ছুড়ে দেয়
এ প্রজন্ম কোনো কঠিন কাজ করে না
Use and throw -এর চাইতে
Use and preserve বড় কঠিন কাজ যে।

Friday, April 22, 2016
Topic(s) of this poem: memoir
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success