Reza Ghatok Poems

Hit Title Date Added
1.
বাস্তিল দুর্গ

কে ওখানে? - কোথায়? - কাঁঠালবাগান।
একটি ঘর- একটা দরজা, একটা জানালা, একটা ঘুলঘুলি;
কে থাকে ওখানে? - কোথায়? - বিচ্ছিন্নপুর।
একটা রশ্মিতে হাঁটু পর্যন্ত ভাঁজানো একটা প্যান্ট ঝুলছে,
...

2.
তুমি আমার ঢেউ

বসুন্ধরার মতো ঝকঝকে কেবল তোমাকে চাই,
সমুদ্রে নিশানা হারানো কোন জাহাজের সারেং আমি
ভেসেছি মলয় কিংম্বা বঙ্গোপসাগরে...
...

রেজা ঘটক
অবশেষে ঈশ্বর গড়িলেন কিংবা নারীকে একটু ভরৎসনা

হে নশ্বর পৃথিবী, কান যদি থাকে শোনো-
...

Close
Error Success