Aniket Das

Aniket Das Poems

বয়ঃসন্ধির ডাকবাক্সে
ঘুমলেশহীন রাতে, স্বপ্নব্যথার নীল।
প্রথম ছোঁয়া কিশোরী, প্রথম চুুমুর এলাচ
ঠিক সিনেম্যাটিক সীন।।
...

তোমার শরীরে ছিল বৃষ্টি বৃষ্টি গন্ধ....
আমি আকাশ দেখি মেঘ দেখি
আমি নদী দেখি সমুদ্র দেখি
অথচ কোথাও আর বৃষ্টির গন্ধ নেই,
...

রোদ-রাস্তায় ঝলসানো মানুষ, ধূলোমণি ব্যস্ততা
আমায় প্রতিদিন তুচ্ছ করে, অপমানের কোলাহল
পাখিফুল বিবেচনাহীণ, গৌরবে গাড়ির হর্ণ
আমায় প্রতিদিন তুচ্ছ করে,
...

The Best Poem Of Aniket Das

সিনেম্যাটিক

বয়ঃসন্ধির ডাকবাক্সে
ঘুমলেশহীন রাতে, স্বপ্নব্যথার নীল।
প্রথম ছোঁয়া কিশোরী, প্রথম চুুমুর এলাচ
ঠিক সিনেম্যাটিক সীন।।
.
এলোচুলের আড়াল
জুঁইফুলের গন্ধ নাকি কেওকারপীন।
বয়ঃসন্ধির নূপুর খুলে, ঠোঁটে চাঁদ নাকি তিল?
ঠিক সিনেম্যাটিক সীন।।

Aniket Das Comments

???? ????? 16 April 2018

ভালো লাগল কবিতা গুলো । এক কপি পাঠালে ভালো হয়।

0 0 Reply

Aniket Das Popularity

Aniket Das Popularity

Close
Error Success