ম্যাজিকখেলা Poem by Aniket Das

ম্যাজিকখেলা

রোদ-রাস্তায় ঝলসানো মানুষ, ধূলোমণি ব্যস্ততা
আমায় প্রতিদিন তুচ্ছ করে, অপমানের কোলাহল
পাখিফুল বিবেচনাহীণ, গৌরবে গাড়ির হর্ণ
আমায় প্রতিদিন তুচ্ছ করে,
সোহাগী চোখের জল |
.
স্বভাবে আমার স্যাঁতস্যাঁতে ভালো থাকা
প্রেম চাইলেই প্রেমিক হতে পারতাম,
এখন বেশ্যালয়ে-শুঁড়িখানায় অভিশাপ মাখি
প্রেম চাইলে নীল প্রজাপতি পাঠাতাম||
.
ধূসর শরীর ভিজে যায় রোজ
জলচ্ছ্বাসে দুমড়ানো মেঘের মত
বিপন্ন আর্তিতে ঢেউ ভাঙে ঠোঁট
আসে চোখ ছাপিয়ে জোয়ার যত
.
মাকড়সা জালে মাছি ধরে রোজ
আর জালে মাছ ধরে জেলে
তুই আমায় দু: খ দিলে
অভিশাপ দিই ছেলেধরা বলে!
.
ভয় হয় এই ম্যাজিক খেলায়
আমিও যদি জাদুকর হই…
আমিও যদি মায়জালে দিয়ে
অন্য কাউকে বন্দী করে নিই ||
#বান্ধবীসুখ

Thursday, November 17, 2016
Topic(s) of this poem: love and dreams
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success