Ashirul Mondal Poems

Hit Title Date Added
1.
আমার চেনা বসন্ত

চারিদিকে বারুদের গন্ধ, রক্তের বন্যা বইছে ।
সবাই বলছে খুনিদের বসন্ত চলছে ।
কষ্ট হছছে, রক্তের বন্যা তবু বর্ষা নয়, এটা বসন্ত!
না এ বসন্ত আমার সেই চেনা বসন্ত নয় ।
...

2.
বলো ফের কবে দেখা হবে

সেই ছোটো বেলা ধান খেতে কাদা ঘাটা
বাবার বকুনি মায়ের শাসানি, নয়ন ফাটা
আজো মনে আছে।
মনে আছে আজো সেই শিশু তলার কথা
...

3.
শ্রদ্ধা

সেই গৃহ হতে যাত্রা শুরু, প্রাথমিকে লেখা
বিদ্যালয় প্রথম পর্যায়, মহাবিদ্যালয় বিস্তারিত শেখা।
বিশ্ববিদ্যালয়ে গবেষণা তবুও লাগে প্রাথমিকের রেখা!
কে আমার আসল গুরু আমার অনেক হাতে শেখা।
...

4.
Ready To Love

Don't kiss to her, who is ready,
Don't miss to her, who is waiting,
Don't sleep with her who wakes for you.
Must do with her, who doesn't want to do.
...

5.
Sadness' Sphere

Love is not an affair or relation.
Love is the ray of heart and emotion.
Love is invisible to naked eyes.
It never runs and never flies.
...

6.
Then Love Can

Where there is no love there is the darkness.
Darkness is the founder of love's famine.
If there is no flame in the fire, that must be end.
If there is no love in a heart, that must be wild.
...

7.
You Are My Galaxy

When you return from parlor you look artificial.
You are not like that.
In my third eye you are natural.
That's your beauty.
...

8.
প্রেম

যেখানে প্রেম নেই সেখানেই অন্ধকার,
অন্ধকারেই জন্মে ভালোবাসার মন্বন্তর।
যে আগুনে শিখা নেই তা মৃত্যুর জন্য ঢুলছে।
যে মনে প্রেম নেই তা অমানবিকতায় টলছে।
...

9.
সবকে হার মানাবে

লোকটি পাগল নয়, তবুও সবাই পাগল বলে
লোকটি দোষী নয়, তবুও সবাই ঢিল ছোড়ে
লোকটি জোঁকার নয়, তবুও সবাই দেখে হাসে
লোকটি মূর্খ নয়, তবুও সবাই মূর্খ ভাবে
...

10.
ওরা চন্দ্রগোরা

ভেঙে দে স্কুল ভেঙে দে পাঠশালা।
ভাঙ তালা পড় ঢুকে আর হামলা চালা।
যেথায় শিখে হচ্ছে জঙ্গি।
ভেঙে দেনা রে ঐ শিক্ষা ভঙ্গি।
...

Close
Error Success