আমার চেনা বসন্ত Poem by Ashirul Mondal

আমার চেনা বসন্ত

চারিদিকে বারুদের গন্ধ, রক্তের বন্যা বইছে ।
সবাই বলছে খুনিদের বসন্ত চলছে ।
কষ্ট হছছে, রক্তের বন্যা তবু বর্ষা নয়, এটা বসন্ত!
না এ বসন্ত আমার সেই চেনা বসন্ত নয় ।

আবার আনেকে বলে যৌবনকাল হল বসন্ত ।
তবে ঝোপের পাশে যে যুবা দল যুবতির যৌবনে দুরমুশ করছে,
থেতলে দিচ্ছে নিরীহ প্রাণটি, তাদেরও কি বসন্ত চলছে?
আর এটাই কি বসন্তের সুন্দর দৃশ্য?
ছি! ছি! এ বসন্ত আমার চেনা বসন্ত হতে পারেনা ।

মানুষ যেন বসন্তের সৌন্দর্যই ভুলে গেছে,
তাঁরা খরাকে বলছে বসন্ত, বন্যাকে বলছে বসন্ত –
হয়তো কান্নার শব্দকে ভাবছে ককিলের মতো মধুর!
মানুষ যেন পিপাসায় ভূল বকছে, ভূল দেখছে ।
সবাই যাকে বসন্ত বলছে ওগুলো আসলে বসন্ত নয় ।
আর যদি বসন্তই হয় তবে তা গুটিবসন্ত ।
যা মানুষকে কষ্ট দেয়, পঙ্গু করে, প্রান কেড়ে নেয় ।
আসল বসন্তে মানুষ কাঁদবে না, শিশুর মতো হাসবে, খেলবে ।
বাতাসে বাতাসে হাসির স্বর, সুন্দর গন্ধ ভাসবে ।

আমর চেনা বসন্তের রাজ্যে কেউ দুঃখ দেখেনি ।
হিংসা, স্বার্থপরতা, লোভ এর মতো বিষাক্ত জীবাণু সেখানে নেই ।
সেখানে সবাই হাসছে, পথশিশুও হাততালি দিচ্ছে ।
আনন্দে বাতাসেরা খুশি নিয়ে ঠেলা ঠেলি খেলছে ।
দুষিত বাতাসেরা লজ্জায় আত্মহত্যা করছে ।
মৃত গাছগুলিও ফুল ফোটানোর স্বপ্ন দেখছে ।
ভরা দুপুরেও সূর্যের প্রখর তাপ নেই ।
ছতার মতো আকাশে মেঘেরা বিস্তার করে আছে,
ছায়া তৈরি করছে, বৃষ্টি নেই, বর্ষা নেই ।
সেখানে কেউ মানুষের রক্ত ঝরতে দেখেনি,
বারুদের গন্ধে কারো শ্বাসকষ্টও হয় না ।
এই হল আমার চেনা বসন্ত,
যুগ যুগ ধরে দেখে আসা বসন্ত ।

Saturday, August 1, 2015
Topic(s) of this poem: bangla,spring
COMMENTS OF THE POEM
Soul Watcher 01 August 2015

Do you have any translation for your poems in Arabic or English?

0 0 Reply
Ashirul Mondal 04 August 2015

Thank you. please wait for English

0 0
Fabrizio Frosini 01 August 2015

mm.. what about a translation into English? ;) greetings from Italy

1 0 Reply
Ashirul Mondal 04 August 2015

English will update very soon. please wait.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success