লিখব এবার বিজ্ঞাপনে Poem by Ashirul Mondal

লিখব এবার বিজ্ঞাপনে

ঠেকেছে পিঠ দেয়াল কোণে
‘বাংলা ভাষায় কথা বলুন’
লিখব এবার বিজ্ঞাপনে ।

ভাবছ খরচ কোথা পাবে?
ভিক্ষা করব দ্বারে দ্বারে
ইচ্ছা হলে তুমিও দেবে।

তবে ঐ চেঁচানি পর্ব শেষ
‘বাংলা বাঁচাও...’ এবার দেখবে-
বিজ্ঞাপনে জমকাবে বেশ।

বেশ বড় করে লিখে দেব
কটা সুন্দরীর ছবি দেব
ব্যাস সব্বাই দেখবে।



কি ভাবছ পড়তে পারবেনা?
বাংলা উচ্চারন টা ইংরেজিতে
আধুনিক কায়দায় লিখে দেব।
এবার তো পারবে?

তবে বাংলা বাঁচাতে হবে!
ঐ ঢেকোর তোলা ইংরাজি
ও আর চলবে না।


- আশিরুল মন্ডল
প্রকাশঃ তারুণ্য (বাংলাদেশ)

Monday, September 14, 2015
Topic(s) of this poem: imagery,race,realistic,truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success