স্পার্টার কমলাগাছগুলো ।। নিকিফরোস ব্রেতাকোস Poem by Rahman Henry

স্পার্টার কমলাগাছগুলো ।। নিকিফরোস ব্রেতাকোস

Rating: 5.0

স্পার্টার কমলাগাছগুলো ।। নিকিফরোস ব্রেতাকোস

.
স্পার্টার কমলাগাছগুলো, বরফ, প্রণয়পুষ্পাদি,
নিজেদের ডালপালা গুটিয়ে, তোমার কথামালার শুভ্রতার ভেতর ছড়িয়ে রইলো,
আমার একরত্তি বুকে তাদের আলিঙ্গন করলাম আর চলে গেলাম মায়ের কাছে।

জ্যোৎস্নায় বসে ছিলেন তিনি, আমার জন্য উদ্বিগ্ন,
জ্যোৎস্নায় বসে ছিলেন এবং ডাকছিলেন আমাকে,
গতকাল তোমাকে ধৌত করেছিলাম, গতকাল বদলে দিয়েছিলাম তোমাকে,
কোথায় পালালে—
কে তোমার পোশাক-আশাক ভরিয়ে তুললো অশ্রুজলে
এবং তিতকুটে কমলা ফুলে ফুলে।


.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* নিকিফরোস ব্রেতাকোস (১ জানুয়ারি ১৯১২ - ৪ আগস্ট ১৯৯১) : গ্রীক লেখক ও কবি। ল্যাকোনিয়ার স্পার্টায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কবিতাগ্রন্থ Under Shadows and Lights প্রকাশিত হয় ১৯২৯ সালে, কবির ১৭ বছর বয়সে। সে বছরই বিশ্ববিদ্যালয়ের পাঠ নিতে এথেন্সে চলে যান। ১৯৩৭ সালে গ্রীক সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৬৭ সালে গ্রীসের রাষ্ট্রক্ষমতা সামরিক একনায়কত্বের হাতে গেলে, স্বেচ্ছা নির্বাসনে প্রথমে সুইজারল্যান্ড এবং পরবর্তীতে ইতালিতে যান। ১৯৭৪ সাল অব্দি নির্বাসনে থেকে তারপর দেশে ফেরেন। নিকিফরোস দুবার জাতীয় কবিতা পুরস্কার পেয়েছিলেন, ১৯৮৭ সালে এথেন্স একাডেমির সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালে তিনি এথেন্সে মৃত্যুবরণ করেন। তার কবিতা পৃথিবীর অনেকগুলো গুরুত্বপূর্ণ ভাষায় ভাষান্তরিত হয়েছে।
.
*
#NikiforosVrettakosPoems
.

This is a translation of the poem The Orange Trees Of Sparta by Nikephoros Vrettakos
Tuesday, January 2, 2018
Topic(s) of this poem: love and loss,orange
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success