পরিবর্তন Poem by Madhabi Banerjee

পরিবর্তন

পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবরতন চাই
আমি গাছকে বললাম -চলো পাল্টাই
গাছ বলল -ঋতুর পরিবর্তনেই আমার পরিবর্তন, আমি এই বৃত্তেই থাকি
যতই কাটাছড়া করো, শিকড় আমার মাটি আঁকড়েই থাকবে
পাহাড়কে বললাম- পাল্টে ফেলো নিজেকে
পাহাড় জবাব দিল -পরিবর্তনের হাওয়া পারবে কি কঠিন থেকে নরম করতে আমাকে।
আকাশকে বললাম-পাল্টাও-
আকাশ বলল- পারবে মেঘেদের সরাতে, এই নীল চাঁদোয়াকে হটিয়ে দিতে,
না বাবা না পরিবর্তন নয়।
চাঁদ তারাদের বললাম-পরিবর্তন কর নিজেদের
জবাব তাদের- পরিবর্তন হ'লে তো অস্তিত্বই থাকবে না
নিজেদের বিনাশের জন্য পরিবর্তন ক্ষেপেছ
সূর্যকে বললাম-পরিবর্তন করো নিজেকে
সূর্য্য বলল- আমি পরিবর্তন হলে জগত হবে বিপন্ন,
হবে তমসাবৃত্ত, লাগবে কি ভাল?
পথকে বললাম -এসো তবে পরিবর্তন করো নিজেকে
পথ জবাব দিল-মহাজনের পথই হলো একমাত্র পথ,
এ তো পরিবর্তন হয় না, এর তো কোনো বিকল্প নেই।
আত্মাকে বললাম-চলো পাল্টাই, পরিবর্তন জরুরী
আত্মা উত্তর দিল -এই গাছ, আকাশ, পাহাড়, পথ নিয়ে আমি প্রকৃতি,
আমি অজ অমর অবিনশ্বর, আমার কোনো পরিবর্তন নেই
অপরিবর্তনীয় আমি-আত্মা!
কি পরিবর্তন চাও?
চলতে গেলে একটি পা-তা সে ডান হোক কিংবা বাম
মাটি আঁকড়ে থাকে তবেই এগোনো যায়।
পারবে কি চলার পদ্ধতি পরিবর্তন করতে?

Sunday, March 27, 2016
Topic(s) of this poem: change
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success