চড়াই পাখিঃঃমাধবী ব্যানার্জ্জী
আজ সকালে ঘুম থেকে চায়ের কাপে চুমক দিচ্ছি
আর খবরের কাগজে চোখ বোলাচ্ছি
একটি খবরে চোখ পড়ল, আমি থমকে গেলাম
চড়াই পাখিরা বিলুপ্তির পথে।
তাই তো এখন তো আর চড়াই পাখি দেখা যায় না।
চড়াই পাখি যারাপ্রতিটি ঘরের ঘুলঘুলতে বাসা বাঁধত
ঘরের মধ্যে পাখি আর পাখিরবাসা এসব দেখার মজাটাই আলাদা।
এ সব মজার নিয়েই আমরা বড় হয়েছি।
এ প্রজম্মের বাচ্ছারা তো এ মজা দেখতে পায় না
এ রকম কত প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।
বাইরে তাকালেই কংক্রীটের শহর
গাছের নাম নিশানা নেই
এ যুগে কারোর বাড়িতে উঠোন নেই
বেশির ভাগ লোক এক কামরার ফ্ল্যাটে চারজনে ঠাসাঠাসি করে থাকে
বাচ্ছারা প্রকৃতি দেখবে কেমন করে
এটা ইন্টারনেটের যুগ
সবাই ইন্টারনেট ঘাটতে ব্যস্ত থাকে এখন।
এর মধ্যে চড়াই পাখিরা ঢুকবে কি করে?
সবাই ইন্টারনেট ঘাটতে ব্যস্ত থাকে এখন। এর মধ্যে চড়াই পাখিরা ঢুকবে কি করে? ...Your perception about bird is very nice and interestingly you have expressed every thought.
the internet the ultra modernism the post modern invention abandoned us to enjoy the happiness of nature! ! ! ! !
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
So true! Enjoying nature is not complete without the chirping of Sparrows! So many simple pleasures are gone in the internet-era.
thank you so much for your comments and analyses mypoem