জীবনের ঐকতান ।। জুল হোমা Poem by Rahman Henry

জীবনের ঐকতান ।। জুল হোমা

Rating: 5.0

জীবনের ঐকতান ।। জুল হোমা

.
বিকট আওয়াজ করছে ময়লাগাড়ির চাকা; ঘোড়াগুলো খুঁড়িয়ে হাঁটছে;
রাজপথের এক কোণে ক্রন্দনরত শিশু; হারিয়ে গেছে।
ওর বিশ্বাস সর্বস্বান্ত হয়ে গেছে সে, বাবা মারা গেছে,
ঘূর্ণিস্রোতের মত জনভিড় ওর বাবাকে
সরিয়ে নিয়ে গেছে।

মেয়েরা অনেকেই মাথায় রেশমি বস্ত্রখণ্ড পেঁচিয়েছে।
খড়িমাটির মধ্যে কোরালের গুঁড়ো মেশানো একটা রং ধরেছে আসমান,
গতি ও হৈ-হল্লার ফেনা বয়ে নেবার একটা ফানেল যেন এই সড়ক,
ছুটে চলেছে মহাবিশ্ব, মাথা গলিয়ে দিচ্ছে বস্তার ভেতর,

আমি প্রার্থনা করছি,
শিশুটি কাঁদছে,
ময়লাগাড়ির চাকাগুলো আওয়াজ তুলছে বিকট।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* জুল হোমা (২৬ আগস্ট ১৮৮৫ - ১৪ আগস্ট ১৯৭২) : ফরাসি কবি, নাট্যকার ও গদ্যলেখক। হোমা মোট ১৬বার নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
.

*
#JulesRomainsPoems
.

This is a translation of the poem Life Unanimous by Jules Romains
Monday, August 14, 2017
Topic(s) of this poem: life,life and death,lifestyle
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success