তবুও আমি যাবো Poem by Arun Maji

তবুও আমি যাবো

Rating: 5.0

তোমার বিয়েতে ডেকেছো তুমি
আমি যাবো; যেতে না চাইলেও যাবো।
তবে- অভিমান নিয়ে যাবো; হতাশা নিয়ে যাবো
চাপা কান্নার- দীর্ঘশ্বাস নিয়ে যাবো।

যেতে না চাইলেও যাবো।
তোমার বিয়েতে ডেকেছো তুমি; আমি যাবো।
হতাশার বুকে তুড়ি মেরে যাবো
কান্নার বুকে থাপ্পড় মেরে যাবো
তবুও যাবো; আমি যাবো।
তোমার বিয়েতে ডেকেছো তুমি; আমি যাবো।

যাবো; তোমার জন্য প্রার্থনাও করবো।
পুণ্য হোক; পুণ্য হোক- হে ভগবান
তোমার জন্য- দিনরাত ঈশ্বরকে ডাকবো।
বুকটা- থেকে থেকে ডুকরে উঠলেও
তোমার তরে- একান্ত মঙ্গল চাইবো।

হয়তো বুকটা পাথর হবে
হয়তো দুফোঁটা চোখের জল ঝরে পড়বে;
হয়তো হৃৎপিন্ড কান্নায় স্তব্ধ হবে-
তবুও বুকে তুড়ি মেরে, তোমার মঙ্গল চাইবো।

আমার ভালোবাসা সুখী হবে
আমার স্বপ্নরাণী সুখী হবে-
তাই- আমি যাবো।
যেতে না চাইলেও- বুকে তুড়ি মেরে যাবো।

দেখবো; তোমাকে কাছ থেকে দেখবো
হয়তো তোমাকে- শেষ দেখা দেখবো
দেখতে দেখতে বুক ফাটলেও দেখবো।
চোখের জলে দৃষ্টি ঝাপসা হলেও দেখবো
বুকের রক্ত ফিনকি দিয়ে ঝরলেও দেখবো।

কতো তো দেখেছি তোমায়-
হৃদয় কি কখনো ভরেছে আমার?
তাই তোমায় শেষ দেখা দেখবো -
বুকে চাতকের চাহনি নিয়ে দেখবো।

লাল শাড়ি; কপালে তিলক তোমার
মুখে হাসি; বুকে সুন্দর স্বপ্ন তোমার-
তুমি বলবে-
যদিদং হৃদয়ং তব
তদিদং হৃদয়ং মম।
বলো তো- বুকটা কি ফাটবে আমার?
চোখে- অশ্রুর স্রোত কি বইবে আমার?

তবুও যাবো; যেতে না চাইলেও যাবো
তোমার বিয়েতে ডেকেছো তুমি- আমি যাবো।
ভাগ্যের গালে থাপ্পড় মেরে যাবো
জীবনের বুকে থুতু ছিটিয়ে যাবো
হৃৎপিন্ডের আমি গলা টিপে যাবো।

তবুও, তবুও- আমি যাবো
আমার স্বপ্ন রাণী ডেকেছে আমায়
আমি তাকে- শেষ দেখা দেখতে যাবো।

Poem © অরুণ মাজী
Painting by Morteza Katouzia

তবুও আমি যাবো
Thursday, April 13, 2017
Topic(s) of this poem: hurt,love,poem,separation,bangla,bangladesh
COMMENTS OF THE POEM
onamika 19 December 2017

tomake jete hobe na,sei asbe tomar kache

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success