ফুলঝুরি Poem by Abdul Wahab

ফুলঝুরি

Rating: 5.0

ফুলঝুরি ২

হন্যে হয়ে খুঁজেছি
ঠিক কবিতা লেখা শুরু করার আগের দিনগুলিতে
কোথায় আছে সে শৃঙ্গ যে শৃঙ্গে আছে
হরিণীর পেটে থাকার মতো আধুনিক কবিতার কস্তূরী
কোথায় আছে সে ঝিনুক কোন সাগরের পেটে
কোথায় আছে সে কবিতা অপরূপ মণি মুক্তার সাজে,
খুঁজেছি নদী নালায়, খুঁজেছি খালে বিলেও
যেখানে সাপে আর নেউলে, মাছ আর গাংচিলে
কোন রূপকথার মত খেলা করে
কখন পেয়েছি কবিতা লেখার অতি আধুনিক কৌশল
বানর নাচানোর মাদারির ঝুলিতে
কখন পেয়েছি ভেল্কিবাজি দেখানোর টিপস
ঐ কালো জোব্বা ওয়ালা জাদুকরের হাতে
কিছু শিখেছি আর কিছু শেখা রয়ে গেছে বাকী
তবু লিখে গেছি ভোরের আলোর মতন
পেছনে ফেলে চুপসে যাওয়া বেলুন আর ঝরা যাওয়া ফুল
ধান সিঁড়ি নদীর স্রোতের মতন বয়ে চলেছি
আধুনিক প্রজন্মের নতুন কবিদের
বইতে হলে এক মুঠো হাওয়ার মতো
তদেরকেও খুঁজতে হবে
কোথায় আছে নতুনত্বের চোরা স্রোত
আর সেই খানেই দাড়িয়ে আছি আমি
যে কোনে বাঁক খেয়ে হয়েছে কবিতার উন্নতি।

Friday, May 13, 2016
Topic(s) of this poem: words
POET'S NOTES ABOUT THE POEM
ফুলঝুরি ২

হন্যে হয়ে খুঁজেছি
ঠিক কবিতা লেখা শুরু করার আগের দিনগুলিতে
কোথায় আছে সে শৃঙ্গ যে শৃঙ্গে আছে
হরিণীর পেটে থাকার মতো আধুনিক কবিতার কস্তূরী
কোথায় আছে সে ঝিনুক কোন সাগরের পেটে
কোথায় আছে সে কবিতা অপরূপ মণি মুক্তার সাজে,
খুঁজেছি নদী নালায়, খুঁজেছি খালে বিলেও
যেখানে সাপে আর নেউলে, মাছ আর গাংচিলে
কোন রূপকথার মত খেলা করে
কখন পেয়েছি কবিতা লেখার অতি আধুনিক কৌশল
বানর নাচানোর মাদারির ঝুলিতে
কখন পেয়েছি ভেল্কিবাজি দেখানোর টিপস
ঐ কালো জোব্বা ওয়ালা জাদুকরের হাতে
কিছু শিখেছি আর কিছু শেখা রয়ে গেছে বাকী
তবু লিখে গেছি ভোরের আলোর মতন
পেছনে ফেলে চুপসে যাওয়া বেলুন আর ঝরা যাওয়া ফুল
ধান সিঁড়ি নদীর স্রোতের মতন বয়ে চলেছি
আধুনিক প্রজন্মের নতুন কবিদের
বইতে হলে এক মুঠো হাওয়ার মতো
তদেরকেও খুঁজতে হবে
কোথায় আছে নতুনত্বের চোরা স্রোত
আর সেই খানেই দাড়িয়ে আছি আমি
যে কোনে বাঁক খেয়ে হয়েছে কবিতার উন্নতি।
COMMENTS OF THE POEM
Randhir Kaur 13 May 2016

Assamese have a beautiful unique of its own...well written in manner and style.. Muk apnor kobita tu bohot bhal lagile..bailek moral ayese..fantastic..

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success