কখনই বেশি বয়স হয় না তোমার ।। ক্লাইভ ব্লেইক Poem by Rahman Henry

কখনই বেশি বয়স হয় না তোমার ।। ক্লাইভ ব্লেইক

Rating: 5.0


.
নতুন কিছু শিখবার পক্ষে কখনই বেশি বয়স হয় না তোমার,
অন্বেষণ করবার পক্ষেও না,
আশা ও স্বপ্ন ধারণ করবার পক্ষেও নয়,
আরও বেশি চাইবার পক্ষে কখনই বুড়িয়ে যাও না তুমি,
নিজের ভাবনাগুলোকে প্রকাশ করার ক্ষেত্রেও নয়,
দেবার পক্ষে কখনই খুব বেশি বয়স হয় না তোমার,
কিন্তু মানুষকে সবচে' বেশি উপলব্ধি করতে হবে...
বেঁচে থাকার পক্ষে কখনই অধিক বয়সী তুমি নও।
.


.
ক্লাইভ ব্লেইক [৩০ জানুয়ারি ১৯৫৪- ]: ইংরেজ কবি ও নাট্যকার। জন্ম ইংল্যান্ডের কর্নওয়েলে। ক্লাইভের পুরোনাম: ক্লাইভ আর্থার ব্লেইক। বাবা-মার ছাড়াছাড়ি হবার পর, ক্লাইভ তার নাম থেকে বাবার পদবী ঝেড়ে, মার পদবীটুকু রেখেছেন। কবিতা ও ছবির সমন্বয়ে কবিতাকে তিনি ইংরেজিতে Phoetry এবং দৃশ্যমান কবিতাকে Visoetry বলেছেন। শব্দ দুটি এখন চালু হয়ে গেছে।
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
#CliveBlakePoems
.

This is a translation of the poem You're Never Too Old by Clive Blake
Sunday, September 15, 2019
Topic(s) of this poem: age,inspiration,inspirational,inspire,inspired
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success