শিশুদিবস Poem by RAJAT GHOSH

শিশুদিবস

সুন্দর দোলনায় ওই শিশুটি হেসে খেলা করে,
বেলুন ফুলিয়ে দোলনায় বাঁধি শিশুদিবস বলে,
ভারী মিষ্টি, বিধাতার সৃষ্টি, তুমি তো এক রতন,
আমি, তুমি, সবাই নেব সব শিশুদের যতন।
ঘুম ভেঙে যায় সাতসকালে কাজের মেয়ের ডাকে,
সাত বছরের ওই ছুঁড়িটা ওঠে মুরগি ডাকার আগে।

লম্বা লম্বা রাস্তার ধরে লম্বা বাঁধা এক রঙিন রঙ্গমঞ্চ,
জুঁইফুলেতে সাজানো কার্পেটে মাতে অনুষ্টানে গঞ্জ,
শিশুকথা বলতে বলতে হাফ আটকেথুতু বেরিয়ে যায়,
এমন কাগুজে বক্তা এই মেলা পৃথিবীতে মেলা বড় দায়।
রাস্তার ধারে চায়ের দোকানের ছোট্ট রতন কাপ ধুয়ে যায়,
যা ছুটে সব দর্শককে আজকে লাভের চা দিয়ে চলে আয়।

শিশুদিবসে সেজেছে আজ কত শিশু, গুনতে গিয়ে পাগল,
চেয়ার ভর্তি, কোথায় বসবেরতন আর কাজের মেয়ে কাজল?

Tuesday, November 14, 2017
Topic(s) of this poem: reality,childhood
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success