অবস্থান ।। নোরা বোসোং Poem by Rahman Henry

অবস্থান ।। নোরা বোসোং

Rating: 5.0

অবস্থান ।। নোরা বোসোং


.
নদীহীন এক শহরে আমাদের বসবাস। সেখানে
সীমান্ত আছে কেবলই বাতাসনির্মিত
অথবা বৃষ্টিপাতের। রাতের বেলায়
ব্যাপারটা আমার বোনকে ভীত করে, কিন্তু বাড়িটায়
কোনও ক্রন্দন নেই, সম্ভবত
এটাই তাকে সহায়তা দেয়, হয়তো এটাই তাকে
চালিত করে বাড়ির শেষপ্রান্ত অব্দি। তার কণ্ঠস্বর
কুয়াশামণ্ডিত। যদি নদী ছাড়াই
দূরত্ব বর্ণনা করা যেতো, অন্তত
টেকসই হতো ধারণাটা: আমাদের বাড়ির নিকটে
কেউ আসে না আর আমরাও আমাদের বাবা-মাকে
অনেক বছর যাবত দেখিনি।
কিন্তু কিছুই থেমে নেই, এই শহরটা
মার্চের অবশিষ্ট বরফের মত। কেবল বাতাসই
বৃষ্টিকে বৃষ্টির আকার দেয়
শহরের সীমার মধ্যে আটকে রাখে। বাড়িটা
বরফের মধ্যে তালাবন্ধ থাকে আর অদৃশ্য হয়ে যায়।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* নোরা বোসোং (৯ জানুয়ারি ১৯৮২ -) : অসংখ্য পুরস্কারে ভূষিত জার্মান কবি ও ঔপন্যাসিক। নোরা বার্লিনে বসবাস করেন।

*
#NoraBossongPoems
.

This is a translation of the poem Location by Nora Bossong
Tuesday, August 15, 2017
Topic(s) of this poem: city,house,parents,rain,river,sister,snow
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success