সুখ পাখি Poem by Tutu Paddhan

সুখ পাখি

তোমার মনের মধ্যেখানে
রেখো আমায় আপন করে,
এসো পাখি নীরে এসো
যেও না গো দূরে সরে।

আকাশে তো মেঘ উঠবেই
আসবেই তো ক্ষিপ্ত ঝড়
তাবলে কি সুখ পাখি
আমায় তুমি করবে পর?

ঝরবে পাতা ভাঙবে ডাল
উঠবে ঢেউ উথাল পাথাল।
প্রলয় আজি ভাঙবে ঘর
ভাঙবে মোর গলার স্বর।

যেদিন তুমি এসেছিলে
দিয়েছিলাম একটু ছায়া,
এটুকু ঝড়ে কি শেষ হল
তব সকল মোহ সকল মায়া?

শবের আজ মৃত্যু হবে,
হবে পতন, হবে শেষ
তাবলে কি রাখবো না
পুরনো সেই অবশেষ।

চলে যাবে আজকে তুমি
বহুদূরে দীপান্তরে
বহু গাছই তব অপেক্ষাতে
বাঁধবে বাসা নতুন করে।।

সুখ পাখি
Thursday, March 30, 2017
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success