একা আছি ভালো আছি Poem by Tutu Paddhan

একা আছি ভালো আছি

আজকে আমার জীবন মাঝে
তোমার হাঁসি নাহি বাজে।

তোমার সব স্মৃতিগুলো
গেল গো সব ফুরিয়ে গেল।

আহা! সে কি মজা ওগো!
বলবো তোমায় কেমন করে,
মন মাঝের কালো মেঘ
বৃষ্টি রুপে এলো ঝরে।

জানো গো সেই কালরাত্রি
নিত যে মোর স্বপ্ন কেড়ে,
কোথা যে সব কেটে গেছে
আচ্ছন্ন আজ নিদ্রা ঘোরে।

গাইছি আমি হাঁসির সুরে
মনে খুশির গভীর ভূমি,
তখন ছিলাম পথ চেয়ে
আজ পথ চেয়ে নেইকো আমি।

অচিনপুরের সন্ধ্যা তারায়
আজকে আমি হারিয়ে গেছি,
একা ছিলাম ভালো ছিলাম
আজ একা আছি ভালো আছি।

একা আছি ভালো আছি
Friday, March 17, 2017
Topic(s) of this poem: loneliness
COMMENTS OF THE POEM
Prabhata Kumar Sahoo 02 April 2017

Padyati anek bedana nie sristi .sundae.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success