আমার মনটা তখন নেচে ওঠে Poem by Madhabi Banerjee

আমার মনটা তখন নেচে ওঠে

আমার মনটা তখন নেচে ওঠে
প্রতি অবসরে আমি ভ্রমনে যাই একাকী
কখন পাহাড়ে কখনো জঙ্গলে কখনো সাগরে কখনো মরুভূমিতে
অনুধাবন করেছি মানস সরোবরের মাহাত্ম্য
অবাক হয়ে দেখেছি বাহারী নীলবর্নের বৈচিত্র মন্ডিত পাংগং সো
দেখেছি সিন্ধুনদ ব্রক্ষ্মপুত্র নদ সায়ক নদী নুব্রা নদী
আর তার ভ্যালীতে ছোট্ট গ্রামটিকে
কৈলাসের গাম্ভীর্য্য শ্রদ্ধা জানিয়েছি দিরাফুক থেকে
শিহরিত হয়ছি দুরের ঐ পর্বতশিখরকে স্পর্শ করে
পাহারের বাহারী ঝর্নায় সিক্ত হয়ে অভিভূত হয়েছি
মুগ্ধ হয়ে দেখেছি -এক শতাব্দী ধরে যে ভাস্কর্য সম্বলিত
যে গ্রামখানি তৈরী হয়েছিল -সেই খাজুরাহকে দেখে
দেখেছি চিতওয়ান মধুমালাই বান্ধবগড়ের মতো গা হিম করা ঘন অরন্য।
মরুভূমিতে দেখেছি আদিগন্ত বালুকাবেলা
দেখেছি তিন সাগরের মিলনস্থল, মিলিত হয়েও স্বমহিমায় স্বতন্ত্র তারা
দেখেছি গঙ্গা সাগরের সঙ্গম মহিমা
এখন যখন একাকী থাকি কিংবা জীবন যন্ত্রনায় আষ্টেপৃষ্ঠে বাঁধি আমি
থাকি নিরালার খোঁজে
এসব ছবিগুলো আমার অন্তরের দৃষ্টিতে ভেসে ওঠে
নির্জনতার আশির্বাদ হয়ে।
আমার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে যায়
সংসারের হিসাব নিকাশ পাওয়া না পাওয়াগুলি অদৃশ্য হয়ে যায়।
কখনো মনটা তখন চলে যায় মনসর লেকের পারে
ঐ শালিখ পাখির মতো তিড়িং তিড়িং করে নাচতে থাকে।

Sunday, September 11, 2016
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success