স্থয়ী আনন্দ Poem by Madhabi Banerjee

স্থয়ী আনন্দ

Rating: 5.0

চলারমধ্যে এক আনন্দ বিরাজ করে
সেটা বৈচিত্রের আনন্দ
গাড়ি যখন চলে, গাড়ি এগিয়ে যায়
সামনের দৃশ্যাবলি দেখা যায়
গতির সাথে সাথে দৃশ্যাবলি সরে যায়
নুতন দৃশ্য সামনে দেখা যায়
দৃশ্যের মধ্যে থাকে বৈচিত্র, থাকে আনন্দ
অচেনাকে চেনার অজানাকে জানার আনন্দ
বাহির জগতে এ আনন্দ ক্ষনস্থায়ী
অন্তরের আনন্দ স্থায়ী
স্থায়ী আনন্দের খোঁজ অন্তরেই করতে হয়।

Wednesday, September 21, 2016
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 05 August 2019

In walking we get pleasure. Train proceeds ahead and passengers see different scenes and get pleasure. But this type of pleasure is ephemeral. Pleasure from heart is permanent. You have very nicely inscribed....দৃশ্যের মধ্যে থাকে বৈচিত্র, থাকে আনন্দ / অচেনাকে চেনার অজানাকে জানার আনন্দ / বাহির জগতে এ আনন্দ ক্ষনস্থায়ী / অন্তরের আনন্দ স্থায়ী / স্থায়ী আনন্দের খোঁজ অন্তরেই করতে হয়। A brilliant poem is astutely presented.10

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success