হননের দিন নয় আর
আনো মহা শান্তি
হে মানুষ, মহাত্রাণ আনো এই মহাবিশ্বে ।
দেখো, মহল্লা মফস্বলে সারা দেশ না না গোটা বিশ্ব জুড়ে
একটাই তো পরিবার একটি ঘর -
নানা রুচি নানা ইচ্ছের ঝুড়ি
নানা মত আর নানা পরিধান
আসলে এখানে এক বৈচিত্র্য এনেছে।
তবু জাতি বর্ণে দলে ছলে বলে
আর অর্থহীন অর্থে
আমরা ভেঙ্গেছি সুগম শান্তি,
ভাবিনি আমরা
আমাদের একটি সূর্য একটি চন্দ্র
আমাদের একটি বায়ু
এবং আমাদের মাটির গভীর নিচে একটি জলাধার
লক্ষ হাজার বছর ধরে
ঈশ্বরের সৌজন্যে
রচনা করেছে এক বিরাট সাম্য।
তবু মানুষ আমরা খুশি নই
মানুষ আমরা তৃপ্ত নই
কোনো এক শয়তানের নির্দেশে আমরা মেতেছি
ধ্বংসে আর উল্লাসে।
চারিদিকে প্রকট হয় তাই অসাম্য
অত্যাচারে হঠকারিতায় নিষ্পাপ শিশুরাও
কখনো কখনো হঠাৎ যন্ত্র হয়ে ওঠে ।
কিশোর বয়সে যে শয়তান ঢুকে প'ড়ে
আমাদের লালায়িত করে
চেতনায় ঢেলে দেয় নীল বিষ
তারো চেয়ে ভয়ংকর কোনো এক মহা শয়তান
এ সভ্যতার বিনাশ চেয়ে
হামাগুড়ি দেয় রোজ
আমাদের স্বপ্নে মিথ্যা ভাষণে,
আমাদের অজ্ঞানে অহংকারে
রোজ জেগে ওঠে কত অন্যায় অধর্ম
আর হননের হুল্লোড় পার্টি ।
হননের দিন নয় আর
আনো মহা শান্তি
হে মানুষ, মহাত্রাণ আনো এই মহাবিশ্বে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem