নারী-পুরুষ রসায়ন (প্রথম খন্ড) অরুণ মাজী Poem by Arun Maji

নারী-পুরুষ রসায়ন (প্রথম খন্ড) অরুণ মাজী

Rating: 5.0

পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক হওয়া উচিৎ
চটচটে, হড়হড়ে, আঁঠা আঁঠা।
হড়কে গেলে মজা লাগে। চিটে গেলে মিষ্টি লাগে।
এখানে- কে বড়, কে ছোট; কে সুন্দর, কে বিশ্রী; কে ধনী, কে নির্ধন
এ সবই বড় অবান্তর।

পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক হওয়া উচিৎ
স্যাঁতসেঁতে, ভেজাভেজা, ঝালঝাল-টকটক-মিষ্টিমিষ্টি।
ভিজে গেলে ডুবতে চায়, কামড়ে ফেললে গিলতে চায়।
এখানে- কে স্বাধীন, কে পরাধীন; কে রোজগেরে, কে বেকার
এ সবই বড় অনভিপ্রেত।

পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক হওয়া উচিৎ
বসন্তের সঙ্গে প্রস্ফুটিত ফুলের সম্পর্কের মতো।
কিন্তু কে বসন্ত, কে ফুল তা বিবেচ্য নয়।
কখনো অমল আগ্রহী বসন্ত, মালবিকা গর্ভবতী ফুল
কখনো মালবিকা বাঁশরী বসন্ত, অমল কাননের ফুল।

পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক হওয়া উচিৎ
তরঙ্গের সঙ্গে, সমুদ্র-তীরের সম্পর্কের মতো।
কিন্তু কে তরঙ্গ, কে তীর তা বিবেচ্য নয়।
কখনো মালবিকা উচ্ছ্বাসী তরঙ্গ, অমল অপেক্ষমান তীর
কখনো অমল বেপরোয়া তরঙ্গ, মালবিকা অপেক্ষমান তীর।

পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক হওয়া উচিৎ
বঁড়শীর সঙ্গে চিংড়ি মাছের সম্পর্কের মতো।
কিন্তু কে বঁড়শী, কে চিংড়ি তা বিবেচ্য নয়।
কখনো মালবিকা শক্ত বঁড়শী, অমল খুনসুটি করা চিংড়ি।
কখনো অমল ক্রীড়ারত বঁড়শী, মালবিকা আত্ম নিবেদিত চিংড়ি।

পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক হওয়া উচিৎ
ব্যাধের সঙ্গে হরিণের সম্পর্কের মতো।
কিন্তু কে ব্যাধ, কে হরিণ তা বিবেচ্য নয়।
কখনো মালবিকা নিষ্ঠুর ব্যাধ, অমল আহত হরিণ
কখনো অমল দক্ষ ব্যাধ, মালবিকা অসহায় হরিণ।

পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক হওয়া উচিৎ
কবির সঙ্গে কবিতার সম্পর্কের মতো।
কিন্তু কে কবি, কে কবিতা তা বিবেচ্য নয়।
কখনো মালবিকা মায়াবিনী কবি, অমল বশীভূত কবিতা
কখনো অমল শৈল্পিক কবি, মালবিকা রূপসী কবিতা।

পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক হওয়া উচিৎ
ফুল বাগানের সঙ্গে এঁড়ে গরুর সম্পর্কের মতো।
কিন্তু কে বাগান, কে এঁড়ে গরু তা বিবেচ্য নয়।
কখনো মালবিকা সুগন্ধী বাগান, অমল লোভী এক এঁড়ে গরু
কখনো অমল সুন্দর বাগান, মালবিকা এক উন্মাদ এঁড়ে গরু।

পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক হওয়া উচিৎ
মধুর সঙ্গে চিটে পিঁপড়ের সম্পর্কের মতো।
কিন্তু কে মধু, কে চিটে পিঁপড়ে তা বিবেচ্য নয়।
কখনো মালবিকা চটচটে মধু, অমল চিটে যাওয়া চিটে পিঁপড়ে
কখনো অমল আঁঠা আঁঠা মধু, মালবিকা অসহায় চিটে পিঁপড়ে।

© অরুণ মাজী

নারী-পুরুষ রসায়ন (প্রথম খন্ড)  অরুণ মাজী
Friday, March 10, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh,couple,love,man,passion,philosophy,relationship,woman
POET'S NOTES ABOUT THE POEM
কবিতাটা হাল্কা মেজাজে লেখা হলেও, এর মধ্যে গভীর এক দর্শন আছে। যা হৃদয় দিয়ে অনুভব করতে পারলে, আমাদের সংসার আর দাম্পত্য জীবন অনেক বেশী সুন্দর হবে। পুরো কবিতাটা অনেক লম্বা। এটা প্রথম খন্ড।
COMMENTS OF THE POEM
???? ??? ???????? 30 December 2019

অসাধারণ সুন্দর নারী-পুরুষের অনুভূতির প্রকাশ।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success