মানুষ কি সুন্দর গো, মানুষ কি সুন্দর! Poem by Arun Maji

মানুষ কি সুন্দর গো, মানুষ কি সুন্দর!

Rating: 5.0

মানুষ কি সুন্দর গো, মানুষ কি সুন্দর!
রাজপথে সে খোল-করতাল নিয়ে
ধেই ধেই করে, প্লেটোনিক প্রেমের গুনকীর্তন করে;
আর রাতের বেলায়, নীল নীল আলোর মায়ায়
সে মাংসাশী প্রেমের সন্ধ্যারতি করে।

ওহে নগেন মাস্টার
প্রেম যদি মাংশাসীই না হয়-
তবে তুমি বা তোমার ঠাকুরদা কি আকাশ থেকে পড়লে?

আমি মস্ত বড় এক ছোট লোক!
কেউ তাই আমার কথা শোনে না।
কামনাও যে এক মানবিক, মহৎ গুন
মানব হয়েও, মানুষই তা স্বীকার করে না!

মানুষ কি সুন্দর গো, মানুষ কি সুন্দর!
কবিতায় কামনার রস থাকলে
সে কবিতা নাকি, কুলাঙ্গার অপবিত্র হয়ে যায়!
শিল্পের মধ্যে নগ্নতা আঁকলে
সে শিল্পে নাকি, মানব চরিত্র ধুয়ে মুছে সাফ হয়ে যায়!

মানুষের এমন একটা ভাব-
যেন উলঙ্গ হয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে
কখনো সে- তার নিষিদ্ধ স্বপ্নের রঙ আঁকে না!

মানুষ কি সুন্দর গো, মানুষ কি সুন্দর!
ওহে, তোমরা কেউ বলতে পারো
মানুষ ভন্ড কেন হয়? কার, কিসের ভয় তার?

নগেন মাষ্টার,
কামনাকে ঘৃণা করলে, বা ঘোমটার নীচে খ্যামটা নাচলে
তুমি কি একটাকা বেশী মাইনে পাও?
না তোমার বৌ তোমাকে, দু ইঞ্চি বেশী চুমু দেয়?
কামনাকে যদি এতোই তোমার ঘৃণা
তবে রাতের বেলা
তোমার ঘরে, খটখট এতো খাটের আওয়াজ কেন?

আমার মতো যারা ছোট লোক
তারাই কেবল, উলঙ্গ উলঙ্গ কথা বলতে পারে
অসভ্য অসভ্য কবিতা লিখতে পারে।
তারাই কেবল, মানুষ হয়ে
মানুষের মানবিক গুনের, পূজা করতে পারে।

হে মানুষ, মানুষ হয়ে
মানুষের মানবিক গুনকে তোমার এতো ভয় কেন?
নিজের চরিত্রকে, উন্মুক্ত আকাশের মতো স্বচ্ছ রাখতে
তোমার এতো কুন্ঠা কেন? ভয় কেন?

মানুষ হয়ে যারা দেবতার মতো বাঁচতে চায়
তারা দেবতাও হয় না, আর মানুষও হয় না;
তারা কেমন যেন হিঁজড়া আর খচ্চর হয়ে যায়!

মানুষ কি সুন্দর গো, মানুষ কি সুন্দর!

© অরুণ মাজী
Painting by Amit Bhar

মানুষ কি সুন্দর গো, মানুষ কি সুন্দর!
Tuesday, March 28, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh,character,hypocrisy,integrity
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success