আমার শৈশব যাত্রা Poem by Arun Maji

আমার শৈশব যাত্রা

আর কি হবে দেখা- হে শৈশব
তোমার সাথে; একাকী; নিভৃতে?
হয়তো- কোন উন্মুক্ত প্রান্তরে
নদী তীরে; সর্ষে ক্ষেতের ধারে;
চলেছি ছুটে আমি- অজানার দেশে
স্বপ্ন স্বপ্ন সরু সুতোর হাত ধরে?
হবে কি দেখা একান্তে- তুমি-আমি
কোন পুকুরের ধারে; উলঙ্গ শরীরে
আত্মার উলঙ্গ সৌন্দর্য্য-রূপ ধরে?
হবে কি দেখা অতি কলরব সাথে
তোমাতে আমাতে; একান্তে;
ভীষনই একান্তে; সোনালী ধানক্ষেতে?

উড়ে যাবে চিল; বয়ে যাবে বায়ু
ছুটে যাবে মন- সূর্য্য বা চন্দ্রালোকে-
মুহূর্তে; অকুতোভয়ে; সর্ব্বলোকে।
শুধু স্বপ্ন সেথা; শুধু হাসি সেথা
শুধু দয়া মায়া ভালোবাসা সেথা।
বলো হে শৈশব- আবার হবে কি দেখা
তোমা সাথে; কোনদিন একান্তে?

তোমারে তুচ্ছ করি- ধাই আমি
উচ্চ গ্রহলোকে; কোন দ্যূলোকে-
ভুলি- মা; ভুলি মৃত্তিকা; ভুলি ভূলোকে।
তোমারে তুচ্ছ করি- ধাই আমি
মায়াবিনী মায়াদেশে; লোভের আবেশে
বাস্তব রূপ কোন স্বপ্ন দেশে।

হায় হায়! বাস্তবে যে বাস্তব নাই;
বাস্তব মরীচিকা- মায়াবীর মায়া-য়।
সুখে সুখ নাই; ধনে ধন নাই
স্পর্শে স্পর্শ নাই; আলোতে আলো নাই
আকাশে আকাশ নাই; জীবনে জীবন নাই।
নাই নাই; শুধু নাই; বাস্তবে কিছুই নাই।

কোথা হে বাস্তব; কোথা অস্তিত্ব তোমার?
বহু ছল ছলিয়া তুমি- - দিলে হাহাকার।
এখন যদি প্রশ্ন করি- তুমি রও নির্বিকার।
ধিক্কার! ধিক্কার! তোমারে শত ধিক্কার!

কেন তবে কেড়ে নিলে- আমার শৈশবে
আমার প্রাণে; আমার কোমল হৃদয়ে?
বলো- তুমি সুখের অঙ্গীকার করে-
কেন তবে অসুখী বানাইলে মোরে?
হায় হায়! আজ তব কোন উত্তর নাই।

ওহে শৈশব- তিষ্ঠ তুমি ক্ষণকাল।
ভ্রান্তি ভেদি আলো দেখিয়াছি আমি।
স্বপ্ন মাঝে দেখিয়াছি মহা-সুখ;
কল্পনা মাঝে দেখিয়াছি মহাবিশ্ব;
ভালোবাসা মাঝে দেখিয়াছি মহা-মুক্তি
দয়া-ক্ষমা মাঝে দেখিয়াছি অনন্ত শান্তি।

ওহে কে আছিস; বাজা শঙ্খ! বাজা কাঁসর!
নির্বাণ লভিয়াছি আমি, শত ভ্রান্তি মাঝে-
আজ আমি যাইবো ফিরে- আমার শৈশবে।

© অরুণ মাজী

আমার শৈশব যাত্রা
Wednesday, March 29, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success