জীবনে পূর্ণতা কিসে? Poem by Arun Maji

জীবনে পূর্ণতা কিসে?

Rating: 5.0

আমাদের জীবনে অনেক কিছুর দরকার।
অনেক, অনেক কিছুর।
আমরা দিনরাত প্রাণপাত করি
সে সব কিছু পেতে।

তবুও কেন যে দিনের শেষে মনে হয়-
হায় দুর্ভাগ্য! 'আমাকে কি কারও, কখনো দরকার নেই'?

মালবিকার সাজার ঘরে উশখুশ করেছিলাম
যদি হেসে হেসে, সে তার কাপড়ের খুঁট-টা ধরতে বলে!
ঠাম্মার শোবার ঘরে উশখুশ করেছিলাম
যদি কানটা ধরে, সে তার পান-টা সাজতে বলে!
পোড়াকপাল আমার!
ডাকে না। কেউ আমাকে ডাকে না।

লোকে আমাকে নিষ্ঠুর, স্বার্থপর বলে-
অথচ সেই স্বার্থপর 'আমি'ও-
কোন এক মানুষের কাজে আসতে চাই!
কারও কাজে না আসতে পারলেই
আমার মনে খাঁ খাঁ শূন্যতা!

কে জানে? হয়তো চাওয়াতে কোন পূর্ণতা নেই।
লোকে আমাকে চাইবে, লোকে আমাকে ডাকবে -
তাতেই, তাতেই কেবল জীবনের পূর্ণতা!

© অরুণ মাজী
Painting by William-Adolphe Bouguereau

জীবনে পূর্ণতা কিসে?
Saturday, April 22, 2017
Topic(s) of this poem: care,kindness,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success