আহা কি রাত Poem by RAJAT GHOSH

আহা কি রাত

ঘুটঘুটে রাতে দুই বেড়ালের ঝগড়া বেপরোয়া,
মুখের তাড়ায় বাড়ছে ঝগড়ার গতি হনহনিয়ে,
কে যেন ঘরের পাশ দিয়ে হেঁটে চলে গেল পা টিপে,
বুক ধুকধুক, খাঁড়া কানে শীতরাতে নানা শব্দের রব।
ওই কাঁপা, ভাঙা দরজায় কে যেন মারল তিন লাথি,
গোয়ালে কচি বাছুর শ্যামা একবার ডাকল জোরে।
সাদা ঘড়ির কালো কাঁটা তখন একটা ছুঁইছুঁই করছে।
সকালে এক ভবঘুরে এসেছিল, টাকা ভিক্ষা চায়ছিল,
বোধহয় সেই এসেছে ডাকাত বেশে পাওনা নিতে।
ফেসবুকের লগ-আউট ভুলে লাঠি হাতে বেরোলাম,
বড় টর্চ লাইট সার্চে কিছু মিলল না, সবই ঠিকঠাক।
চিৎকার, চেচামেচি, ডাকাডাকি, দৌড়, লাফালাফি,
না কেউ নেই, যখন ভাবছি ফিরে যাই ঘরে আবার
কে যেন আমায় ধরেছে টিপে, দম বন্ধ হয়ে আসছে,
মোবাইলে বাজছে প্রবল রিং, কে যেন ফোন করে
এই রাতে, ; চোখ মেলে দেখি, অন্ধকার ঘরে আমি
একা, ঘর্মাক্ত দেহে লেপমুড়ি দিয়ে পরে আছি, আর
ভোর চারটের এলার্ম তখনও বাজছে, আহা কী রাত!

Thursday, May 18, 2017
Topic(s) of this poem: dream,reality
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success