নামের বিনির্মাণ Poem by RAJAT GHOSH

নামের বিনির্মাণ

কে আমি?
আমি উত্তম মালাকার।
কেন আমার নামের আকার উত্তম?
আরে বাবা, বাবা রেখেছিল নাম উত্তম,
তাই আমার নাম উত্তম।
আচ্ছা বাবা কেন বাবা?
বাবা যদি মা হতো তবে কেমন হতো?
সমাজ বোধহয় হতো মাতৃতান্ত্রিক!
মাতৃতন্ত্রে মেয়েরা কেমন থাকতো?
ভাই যদি বোন হতো, বোন হতো ভাই,
আজকের ভাইফোঁটা নাম নিত বোনফোঁটা।
কি অসাধারণ সব ব্যাপার হতো ভাব তো।
জল যদি কল হতো, কলকূপে পড়তো কল।
মুরগি যদি মশা হতো, মশার মাংস হতো চিকেন।
হরিণ, বাঘ যদি নাম বদল করতো আর মনে ঘুরত,
বন ভাবতো, হরিণের ভয়ে ত্রস্ত বাঘ নামক মামা।
মামা যদি জামা হতো, জামা হতো মামা,
নতুন মামা পড়ে যেতুম আমার জামাবাড়িতে।
ইউনিভার্সিটি যদি ট্যাক্সি হতো, ট্যাক্সি ইউনিভার্সিটি,
ভার্সিটি চড়ে আসতাম আমি ট্যাক্সিতে পড়তে।
পাগল যদি ছাগল হতো, ছাগলের নাম পাগল,
পাগল খেত ঘাস আর ছাগল ধরতো ভিক্ষার বেশ।
বাড়ি, গাড়ি যদি পরস্পরে বদলাতে নাম,
বাড়ি চড়ে যেতাম আমি তোমার গাড়িতে।
ফলে ধরতো গাছ, খেতাম আমি আঁটি সুদ্ধ গাছ।
ঘৃণা যদি ভালোবাসা হতো, ভালোবাসার নাম ঘৃনা,
ওই পড়া থাকা নোংরা মানুষগুলোকে সবাই ভালোবাসতো,
আর গোলাপ হাতে আমি বলতাম, 'আমি তোমাকে ঘৃনা করি।'

Thursday, May 18, 2017
Topic(s) of this poem: reality
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success