সেতু Poem by Rahman Henry

সেতু

Rating: 5.0


.
দু পাড়ে, দু ধরণের মানুষ;
মাঝখানে সেতু— অংকপটু, ঝলমলে।
মিটারে, সেন্টিমিটারে, একচুলও কমবেশি নয়—

নিখুঁত বলতে পারে: মাঝের দূরত্বটা কত।

২.
সেতুতেই পার হওয়া যায়, তবু,
খেয়ায় চলছে— এপার, ওপার—

না হলে যে, নদী মরে যাবে!

৩.
জুড়ে দিতে চেয়ে, সেতু আজ
দ্বিধা করছে: তোমাকে-আমাকে;

৪.
যেখানে মানুষ নেই, ও নদী, তোর বুকে— সেতু হয়ে শুয়ে থাকবো রে!
.

.
#রহমানহেনরী; #RahmanHenry
.

Sunday, May 28, 2017
Topic(s) of this poem: connection,detachment,life,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success