আবহাওয়ার পূর্বাভাস ।। হ্যারল্ড পিন্টার Poem by Rahman Henry

আবহাওয়ার পূর্বাভাস ।। হ্যারল্ড পিন্টার

Rating: 5.0

.
একটা মেঘলা শুরুর ভেতরে পালিয়ে যাবে দিনটা।
পুরোদমে শীত নামবে
কিন্তু বেলা যতই বাড়তে থাকবে
বেরিয়ে আসবে সূর্য
এবং বিকেলটা হবে ঝরঝরে আর উষ্ণ।

সন্ধ্যাবেলায় চাঁদে জ্যোৎস্না ফুটবে
আর ঝলমল করবে।
চালু থাকবে, যেমনটা বলা হচ্ছে,
এক ধরণের হিমেল হাওয়া
কিন্তু মধ্যরাতের দিকে সেটা থেমে যাবে।
আর কিছুই ঘটবে না।

এটাই সর্বশেষ পূর্বাভাস।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #bengalized by #RahmanHenry

* হ্যারল্ড পিন্টার (১০ অক্টোবর ১৯৩০ - ২৪ ডিসেম্বর ২০০৮) : নোবেলজয়ী(২০০৫) ইংরেজ নাট্যকার, কবি ও চিত্রনাট্য রচয়িতা।
.
#HaroldPinterPoems
.

This is a translation of the poem Weather Forecast by Harold Pinter
Saturday, June 17, 2017
Topic(s) of this poem: day,midnight,moon,weather
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success