হরণ Poem by RAJAT GHOSH

হরণ

আঁখিছায়া তব আঁধারিতে হেরুনু,
খোঁপায় বকুল বারণ তব যে শুনিনু,
রজনী রাতে রাত্রি জেগে তব সাথে,
ওগো এসো না রবি আগামীর প্রাতে।

সপ্ন দেখিয়া হেথা ঘর মম বড় বাঁধিনু,
উঠিয়া তুফান তছনছ সব আঁখি দেখুনু,
ছিন্ন হৃদয় বিষপানে করিতে চাই জয়,
পাত্র সুধা অমৃতপানে কেন লাগে ভয়?

জীবন তরঙ্গ থামিবারে চায় না কখনো,
ছুটিতে মাগে স্বোতঃসিনী সাথে ভুলোনা,
পাল যদি যায় টুটে দিকশূন্য হোক বটে,
উদভ্রান্ত পারাবারতল পাবেই শেষ পটে।

সব বুঝিয়া বুঝিতে চায় না মূর্ত এ মন,
বিমূর্ত মোর হৃদয়খানি হারায় সর্বজন।

Thursday, November 30, 2017
Topic(s) of this poem: literature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success