আমি মানুষ নই ।। হ্যারল্ড নোর্স Poem by Rahman Henry

আমি মানুষ নই ।। হ্যারল্ড নোর্স

আমি মানুষ নই ।। হ্যারল্ড নোর্স

.
আমি মানুষ নই। জীবিকার্জন করতে পারি না, সংসারের জন্য কিনতে পারি না নতুন কিছু। আমার ব্রুণ ও পিত্তপাথর আছে।

আমি মানুষ নই। ফুটবল, মুষ্ঠিযুদ্ধ, ব্যক্তিগত গাড়ি পছন্দ করি না। নিজের অনুভূতি প্রকাশ করতে ভালোবাসি। আমি এমনকি ভালোবাসি বন্ধুদের কাঁধে হাত রাখতে।

আমি মানুষ নই। আমার জন্য নির্ধারিত ভূমিকা আমি পালন করবো না—‌ ভূমিকা নির্ধারণ করেছে ম্যাডিসন এভিন্যু, প্লেবয়, হলিউড আর অলিভার ক্রময়েল। টেলিভিশন আমার আচরণকে শাসনে আনতে পারছে না।

আমি মানুষ নই। একবার যখন একটা বাবুই পাখিকে গুলি করেছিলাম তখনই প্রতিজ্ঞা করেছি পুনরায় কখনও মারবো না। মাংস ছেড়ে দিয়েছি। রক্তদৃশ্য অসুস্থ করে আমাকে। ফুল ভালোবাসি।

আমি মানুষ নই। বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান ঠেকাতে গিয়ে জেলে গিয়েছিলাম। যখন প্রকৃত মানুষেরা আঘাত করে আমার শরীরে আর ভাঁড় বলে তাচ্ছিল্য করে আমি লড়তে যাই না। অপছন্দ করি সহিংসতা।

আমি মানুষ নই। কখনও নারী-ধর্ষণ করিনি। কৃষ্ণাঙ্গদের ঘৃণা করি না। যখন বাতাসে দুলে ওঠে পতাকা আবেগপ্রবণ হয়ে উঠি না আমি। ভাবি না আমেরিকাকে ভালোবাসা উচিত কিংবা ছেড়ে যাওয়া। ভাবি আমার উচিত এর দিকে উপসাহের হাসি ছুঁড়ে দেয়া।

আমি মানুষ নই। কখনও হাততালি দেই নি।

আমি মানুষ নই। প্লেবয় আমার প্রিয় বিনোদন-পত্রিকা নয়।

আমি মানুষ নই। যখন অসুখি হই কাঁদি।

আমি মানুষ নই। নারীদের চে' নিজেকে উচ্চতর মনে হয় না।

আমি মানুষ নই। লিঙ্গ ও অণ্ডকোষের সুরক্ষাবর্ম পরি না।

আমি মানুষ নই। কবিতা লিখি।

আমি মানুষ নই। শান্তি ও প্রেমের সাধনা করি।

আমি মানুষ নই। আমি তোমাকে ধংস করতে চাই না।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
*হ্যারল্ড নোর্স (৬ জুলাই ১৯১৬ - ৮ জুন ২০০৯) : মার্কিন কবি ও চিত্রকর।

* #HaroldNorsePoems
.

This is a translation of the poem I Am Not A Man by Harold Norse
Thursday, July 6, 2017
Topic(s) of this poem: human being,life,lifestyle,man,usa
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success