আন্দামানের আদিবাসী Poem by Madhabi Banerjee

আন্দামানের আদিবাসী

আন্দামানে আদিবাসী
মাধবী বন্দ্যোপাধ্যায়

আন্দামানের আদিবাসীরাআধুনিক সভ্যতা থেকে ষোজন দূরে
প্রকৃতির মাঝে বাস করে
তীর ধনুক নিয়ে শিকার করে
পাতা ঝরা শব্দে সচকিত হয়ে দাঁড়িয়ে যায়
হরিণের মতো কান খাড়া করে রাখে সর্বদা
ওই বুঝি কেউ এল।
ওদের দুনিয়ায় সভ্যতার জামা পড়াতে
সভ্যতার আবরণ থেকে সর্বদা দূরে থাকতেই পছন্দ করে
প্রকৃতিকে আলিঙ্গন করে ওরা সুখেই থাকে।
সভ্যতা সংস্কৃতি ধীরে ধীরে প্রবেশ করছে ওদের দুনিয়ায়।
প্রথম প্রথম ভালই লাগে সভ্যতার আলো
কিন্তু সময়ের সাথে সাথে ভাললাগাটা চলে যায়।
শিকারী আদিবাসী ক্রমে হারিয়ে ফেলতে থাকে তাদের দম দক্ষতা।
বিনাশ্রমে অর্জিত খাদ্যসম্ভার
নয়া ফ্যাশনে কম জোর হয়ে পড়েছে ওদের হাড়ের বল
হারিয়ে ফেলছে ওদের পরম্পরা সংস্কৃতিরীতি রেওয়াজ
খুশী ছিল ওরা প্রকৃতির সাহচর্যে
নিজেদের অভ্যস্ত জীবনে।
কিন্তু সরকারকে কে বোঝাবে
সরকার তো সভ্যতা সংস্কৃতিকে আদিবাসীদের জীবনে প্রবেশ করাতে বদ্ধ পরিকর

Friday, October 16, 2020
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success