ইতিহাসবহির্ভূত ।। ইভান বোলান্ড Poem by Rahman Henry

ইতিহাসবহির্ভূত ।। ইভান বোলান্ড

ইতিহাসবহির্ভূত ।। ইভান বোলান্ড

.
এরা বহিরাগত, সর্বদাই। এই তারকাপুঞ্জ—
আইরিশ জানুয়ারির এইসব দুর্বোধ্য লৌহলিখনী,
আমাদের যন্ত্রণা সৃষ্টিরও
হাজার হাজার বছর আগে যাদের দেহে
আলো ফুটেছিলো; তারা আছে, সর্বদাই থেকে গেছে
ইতিহাসের বাইরে।
ওরা দূরত্ব বজায় রেখেছে নিজেদের। ওদের তলদেশে থেকে গেছে
এক স্থান যেখানে তোমরা খুঁজে পাবে নিজেদের আর জানবে
তোমরা ছিলে মানবসম্প্রদায়, এবং এক ভূনিসর্গ পাবে
যার ভেতরে নিজেদের মরণশীল জানবে তোমরা।
আর এ দুয়ের মাঝখানে বেছে নেবার জন্য একটা সময়।
বেছে নিয়েছি আমি:
পুরাণ থেকে ইতিহাসে সেই অঘটনের অংশরূপে
ঘুরে বেড়িয়েছি
যার অন্ধকার
কেবল পৌঁছে যাচ্ছে আমার কাছে ওইসব মাঠ থেকে,
ওইসব নদী, সড়কগুলো মৃত্যুর সাথে আটকে থাকা
জনসমষ্টির মত।
কতই না সন্তর্পনে মরে যায় ওরা
যতক্ষণে ওদের পাশে হাঁটু গেঁড়ে বসি আমরা, কানে মুখ রেখে কথা বলি।
আর আমরা খুব দেরি করে ফেলি। সবসময় দেরি হয়ে যায় আমাদের।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ইভান বোলান্ড (২৪ সেপ্টেম্বর ১৯৪৪-) : আইরিশ কবি, লেখক ও অধ্যাপক; স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
.

* #EavanBolandPoems
.

This is a translation of the poem Outside History by Eavan Boland
Saturday, July 15, 2017
Topic(s) of this poem: history,myth
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success