মস্তক সংস্থাপন ।। পল ডুর্কান Poem by Rahman Henry

মস্তক সংস্থাপন ।। পল ডুর্কান

Rating: 5.0

মস্তক সংস্থাপন ।। পল ডুর্কান


.
ডাক্তার আমাকে বললো: তোমার বাবার জন্য নতুন একটা মাথা দরকার। তো, ডাক্তারকে বললাম: তাকে আমার মাথাটা দিতে পারো।

আমার আয়ু ছিলো হাতেগোণা— বিবাহ বিচ্ছেদ, ক্যান্সার, নকল দাঁত, দুঃস্বপ্ন— কাজেই, ডাক্তার ‘হ্যাঁ' বলে দিলো।

এখন মাথাভরা বিস্ময় নিয়ে বিছানায় শুয়ে ভাবছি নতুন মাথায় কেমন দেখাবে বাবাকে?

ড্যাফোডিল মাথায় তাকে কি ষাঁড় ষাঁড় লাগবে
না-কি বিগতযৌবনা দেহপসারিনীর মাথাঅলা নব্বয়োর্ধ পাদরির মত দেখাবে?

কিংবা শেখশিয়াল মাথায় তাকে মনে হবে হেভিওয়েট চ্যাম্পিয়ন কুস্তিগীর কিংবা ডালপালায় রোদলাগা ক্লান্ত, বয়েসি একটা বৃক্ষ মনে হবে তাকে?

আমার স্বপ্নসমূহ আর স্মৃতিগুলো তরলের মত চুইয়ে পড়বে তার পদতলে ও বাহুতে; আমার ভাবনাগুলোকে বৃক্ষমূলের মত শুষে নেবে তার মেরুদণ্ড।

আর আমার চোখগুলো নতুন ইচ্ছকের বাসনায় আবর্তিত হবে।

তার বন্ধুরা বলবে: ‌‘‘পুরনো হ্যারির উল্লেখযোগ্য পরিবর্তন এটা—
নতুন মাথা সুন্দর এক পৃথিবীতে তাকে পুনস্থাপন করেছে বলে মনে হচ্ছে;
হাস্যোজ্জ্বল ভাগ্যবান তার কালো প্রহরী পুত্র এটা খুলে দিয়েছে তাকে।''

আর আম, যখন মর যাবো, একাকী হেঁটে বেরাবো গোরস্তানে, নির্মস্তক এক ভূত,
আসল হবগবলিন,

সত্যিকারের এক আইরিশ মানব, মাথাহীন এক মানুষ।
.


.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* পল ডুর্কান (১৬ অক্টোবর ১৯৪৪ -) : আইরিশ কবি।
.
* #PaulDurcanPoems
.

This is a translation of the poem The Head Transplant by Paul Durcan
Sunday, July 16, 2017
Topic(s) of this poem: death,dreams,father,father and son,head,life,life and death
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success